লালমনিরহাট বিমানবন্দর

বাংলাদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর

লালমনিরহাট বিমানবন্দর (আইসিএও: VGLM) বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত একটি বিমানবন্দর। বর্তমানে বিমানবন্দরটি বন্ধ আছে। বিমানবন্দরটির জায়গায় স্থায়ী ক্যাম্পাস করার জন্য এর অংশবিশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে।

লালমনিরহাট বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনবন্ধ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত
পরিচালকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
অবস্থানলালমনিরহাট
স্থানাঙ্ক২৫°৫৩′১৫″ উত্তর ৮৯°২৫′৫৯″ পূর্ব / ২৫.৮৮৭৫০° উত্তর ৮৯.৪৩৩০৬° পূর্ব / 25.88750; 89.43306
মানচিত্র
VGLM বাংলাদেশ-এ অবস্থিত
VGLM
VGLM

ইতিহাস

সম্পাদনা

১৯৩১ সালে ব্রিটিশ সরকার বিমানঘাঁটি তৈরি করে। বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এ বিমানবন্দরটি ব্যবহার করে। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘ দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ লালমনিরহাট বিমানবন্দর গড়ে তোলে এবং ১৯৪৭ সালে দেশভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর ১৯৫৮ সালে স্বল্প পরিসরে বিমান পরিসেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সাল থেকে বিমানবাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তুলে। আশির দশকে ফের চালু করা হলেও বন্ধ হয়ে যায়। ২০১৯ সালে ১৩ মার্চ পুনরায় পুনরায় চালু উদ্দেগ নেওয়া হয়েছিল।[][]

এয়ারলাইন্স এবং গন্তব্য

সম্পাদনা

বর্তমানে কোনো এয়ারলাইন্স দ্বারা পরিচালিত কোনো নির্ধারিত ফ্লাইট নেই।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "লালমনিরহাট বিমানবন্দর : পরীক্ষামূলক চলাচল শুরু"www.bhorerkagoj.com। ২০১৯-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬ 
  2. "এ বছরই লালমনিরহাট বিমানবন্দর থেকে উড়বে বিমান"jagonews24.com। ১৩ জানুয়ারি ২০১৯। 

বহিঃসংযোগ

সম্পাদনা