লাভ কে লিয়ে কুচ ভি কারেগা

হিন্দি ভাষার চলচ্চিত্র

লাভ কে লিয়ে কুচ ভি কারেগা (হিন্দি: लव के लिये कुछ भी करेगा; বাংলা: প্রেমের জন্য যে কোনো কিছু করবো) ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি হাস্য-নাট্য-অপরাধ-প্রেম ঘরানার চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ঈশ্বর নিবাস এবং প্রযোজক ছিলেন রাম গোপাল বর্মা এবং নিতিন মনমোহন। চলচ্চিত্রটির নায়ক ছিলেন তিনজনঃ সাইফ আলী খান, ফারদীন খান এবং আফতাব শিবদাসানী, আবার নায়িকা ছিলেন দুইজনঃ সোনালী বেন্দ্রে এবং টুইঙ্কল খান্না। চলচ্চিত্রটি ২০০১ সালের ২৯শে জুন মুক্তি পায়। ১৯৯৩ সালে রাম গোপাল বর্মা মানি নামের একটি তেলুগু ভাষার চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন, এই লাভ কে লিয়ে কুচ ভি কারেগার কাহিনী তেলুগু মানি চলচ্চিত্র হতে গৃহীত।[২]

লাভ কে লিয়ে কুচ ভি কারেগা
পরিচালকঈশ্বর নিবাস
প্রযোজকরাম গোপাল বর্মা
নিতিন মনমোহন
রচয়িতারজনীশ ঠাকুর
শ্রেষ্ঠাংশেসাইফ আলী খান
ফারদীন খান
আফতাব শিবদাসানী
সোনালী বেন্দ্রে
টুইঙ্কল খান্না
জনী লিভার
বর্ণনাকারীপরেশ রাওয়াল
সুরকারবিশাল ভরদ্বাজ
চিত্রগ্রাহকভেঙ্কট আর প্রসাদ
সম্পাদকভানোদয়া
পরিবেশকড্রিম মার্চেন্টস এন্টারপ্রাইজ
মুক্তি২৯ জুন ২০০১; ২২ বছর আগে (2001-06-29)
স্থিতিকাল১৩১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ৫৭.৫০ মিলিয়ন (US$ ৭,০২,৮৩৯.৭৫)[১]
আয়১০৩.৩০ মিলিয়ন (US$ ১.২৬ মিলিয়ন)[১]

অভিনয়ে সম্পাদনা

গানের তালিকা সম্পাদনা

# শিরোনাম কণ্ঠশিল্পী
"আসলাম ভাই" সোনু নিগম
"রামা রামা" সোনু নিগম, আশা ভোঁসলে
"লাভ কে লিয়ে" উদিত নারায়ণ, সুনিধি চৌহান
"দিল মেরা দিল হে একেলা" উদিত নারায়ণ
"লাভ এক্স ক্রাইম" সোনু নিগম, ফরীদ সবরি
"ধান ধান" কেকে
"সোচো কিয়া কারোগি" কেকে, আশা ভোসলে

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা