লাবণ্য দাশগুপ্ত
লাবণ্য দাশগুপ্ত (১৯০৩- ২১ ফেব্রুয়ারি, ১৯৮৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন একজন ব্যক্তিত্ব, বিপ্লবী নেত্রী এবং অগ্নিকন্যা।
লাবণ্য দাশগুপ্ত | |
---|---|
জন্ম | ১৯০৩ |
মৃত্যু | ২১ ফেব্রুয়ারি, ১৯৮৪ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) ভারত |
পেশা | রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা |
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
পিতা-মাতা |
|
পরিবার
সম্পাদনাতিনি ১৯০৩ সালে বরিশাল জেলার পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসন্তকুমার মজুমদার ও মাতার নাম শরৎকামিনী দেবী। তাদের পরিবার বদান্যতার জন্য জনপ্রিয় ছিল।[১] বাবার মৃত্যুর পরে ঢাকার বলধিয়া গ্রামে নানার বাড়িতে বাস শুরু করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনানানার বাড়িতে থাকার সময় অতীন্দ্রনাথ সেনগুপ্ত ও লীলা নাগের সাথে পরিচয় হয়। ১৬ বছর বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু ৬ মাসের মধ্যে বিধবা হয়ে নানার বাড়িতে ফিরে আসেন। এরপরে ১৯২৮ সালে লীলা নাগের স্কুলে ভর্তি হয়ে পড়াশুনা শুরু করেন এবং দেশের কাজে যোগ দেন।[২] অল্প বয়সেই তিনি লীলা নাগের 'শ্রীসংঘ' নামক বিপ্লবী দলে যোগদান করেন। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৩৪ সালে দিনাজপুর এ গ্রেপ্তার হন। ১৯৪২ সালে আন্দলনেরর সময় আবার গ্রেপ্তার হন। ১৯৪৫ সালে মুক্তি পান।[১]
মৃত্যু
সম্পাদনা১৯৮৪ সালে ফেব্রুয়ারি মাসে কলকাতার নিকটবর্তী সোদপুরে তিনি মারা যান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৬৫-১৬৭। আইএসবিএন 978-81-85459-82-0।
- ↑ বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান। ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬৮৪। আইএসবিএন 978-8179551356।