লাঙল (পত্রিকা)

কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা

লাঙল হল বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা থেকে প্রকাশিত একটি বামপন্থী-সাহিত্যিক পত্রিকা। এটি সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম[১]

লাঙলের প্রথম সংখ্যা।

ইতিহাস সম্পাদনা

লাঙল ১৯২৫ সালের ১৬ ডিসেম্বর প্রকাশনা শুরু করে। লাঙল ছিল কাজী নজরুল ইসলাম সম্পাদিত দ্বিতীয় পত্রিকা, প্রথমটি ছিল ধূমকেতু। এটি ছিল 'শ্রমিক-প্রজা-স্বরাজ-সম্প্রদায়' পার্টির আনুষ্ঠানিক প্রকাশনা।[২] এটি শ্রমিক শ্রেণী সম্পর্কে কবিতা এবং যুগের বিখ্যাত সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের উপর নিবন্ধ প্রকাশ করেছিল। প্রথম সংখ্যায় পত্রিকাটির পাঁচ হাজার কপি ছাপানো হয়েছিল, যার সবগুলো বিক্রি হয়ে যায়।[৩] কাজী নজরুল ইসলামের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার জন্য একটি লেখা লিখেছিলেন।[৪]

১৯২৬ সালের ২১ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে লাঙলের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। তাতে তার জীবনী এবং অপ্রকাশিত কয়েকটি চিঠি স্থান পায়। পত্রিকার লেখকদের মধ্যে অন্যতম ছিলেন মুজাফ্ফর আহমেদ ও সৌম্যেন্দ্রনাথ ঠাকুর। সৌম্যেন্দ্রনাথ হিন্দু-মুসলিম ঐক্য সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছিলেন। ১৯২৬ সালের ১৫ এপ্রিল পত্রিকাটির শেষ সংখ্যা প্রকাশিত হয়।[৩]

২০০১ সালের মে মাসে, নজরুল ইনস্টিটিউট থেকে নজরুলের লাঙল নামে একটি বই প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের শততম জন্মবার্ষিকীতে এটি প্রকাশিত হয়। বইটির লেখক ছিলেন মুহম্মদ নূরুল হুদা[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাপ্তাহিক লাঙল : নজরুলের রাজনৈতিক চেতনার ধারক ও বাহক"দৈনিক আজাদী। ২৫ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 
  2. "এবং নজরুলের লাঙল"bdnews24.com। ৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 
  3. মোহাম্মদ আবদুল কাইউম (২০১২)। "লাঙল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. দাশ, শিশির কুমার (২০০৫)। History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy (ইংরেজি ভাষায়)। সাহিত্য আকাডেমি। পৃষ্ঠা ৮১–৮২। আইএসবিএন 978-81-7201-798-9 
  5. নজরুলের লাঙল, মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত, নজরুল ইনস্টিটিউট, ঢাকা, ২০০১

বহিঃসংযোগ সম্পাদনা