ললিতা (১৯৬২-এর চলচ্চিত্র)
ললিতা হল স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৬২ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র।[৩] এটি ভ্লাদিমির নাবোকভের ১৯৫৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত, যার চিত্রনাট্য লিখেছেন লেখক নিজেই। চলচ্চিত্রটিতে একজন মধ্য-বয়স্ক সাহিত্যের অধ্যাপকের এক কিশোরীর প্রতি মোহগ্রস্থ হয়ে পড়ার গল্প বিবৃত হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন সু লিয়ন এবং হুম্বার্ট হুম্বার্ট চরিত্রে জেমস মেসন, শার্লট হেজ চরিত্রে শেলি উইন্টার্স ও ক্লেয়ার কুইল্টি চরিত্রে পিটার সেলার্স অভিনয় করেন।
ললিতা | |
---|---|
Lolita | |
পরিচালক | স্ট্যানলি কুবরিক |
প্রযোজক | জেমস বি. হ্যারিস |
চিত্রনাট্যকার |
|
উৎস | ভ্লাদিমির নাবোকভ কর্তৃক ললিতা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | অসওয়াল্ড মরিস |
সম্পাদক | অ্যান্টনি হার্ভি |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | মেট্রো-গোল্ডউইন-মেয়ার |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ |
|
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২ মিলিয়ন |
আয় | $৯.২৫ মিলিয়ন[২] |
সে সময়ে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা'র (এমপিএএ) বাধ্যবাধকতার কারণে চলচ্চিত্রে উপন্যাসের কয়েকটি উদ্দীপক বিষয়কে বাদ দিতে হয়েছিল, এবং কিছু ক্ষেত্রে দর্শকদের চিন্তাশক্তির উপর ছেড়ে দেওয়া হয়েছিল। চলচ্চিত্রটি নির্মাণকালে ললিতা চরিত্রে অভিনেত্রীর বয়স ছিল ১৪ বছর।
ললিতা চলচ্চিত্রটিকে সমকালীন চলচ্চিত্র সমালোচকগণ অপছন্দ করলেও এটি বর্তমান সময়ে বেশ প্রশংসিত। কুবরিক পরবর্তী কালে এই চলচ্চিত্র সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তিনি যদি সেন্সরশিপের এই বাধ্যবাধকতার ব্যাপারটি বুঝতে পারতেন, তবে হয়ত তিনি এই চলচ্চিত্রটি নির্মাণই করতেন না।
কুশীলব
সম্পাদনা- জেমস মেসন - হুমবার্ট "হাম" হুমবার্ট
- শেলি উইন্টার্স - শার্লট হেজ-হুমবার্ট
- পিটার সেলার্স - ক্লেয়ার কুইল্টি
- সু লিয়ন - দলোরেস "ললিতা" হেজ
- গ্যারি ককরেল - রিচার্ড "ডিক" শিলার
- জেরি স্টোভিন - জন ফারলো
- ডায়ানা ডেকার - জিন ফারলো
- লোইস ম্যাক্সওয়েল - নার্স ম্যারি লোর
- সেস লিন্ডার - ডক্টর কিজি
- বিল গ্রিন - জর্জ সোয়াইন
- শার্লি ডগলাস - মিসেস স্টার্চ
- ম্যারিঅ্যান স্টোন - ভিভিয়ান ডার্কব্লুম
- ম্যারিয়ন ম্যাথি - মিস লেবোন
- জেমস ডাইরেনফোর্থ - ফ্রেডরিক বিয়েল সিনিয়র
- ম্যাক্সিন হোল্ডেন - মিস ফ্রমকিস
- জন হ্যারিসন - টম
- কলিন ম্যাইটল্যান্ড - চার্লি সেজউইক
- সি. ডেনিয়ার ওয়ারেন - পটস
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য | ভ্লাদিমির নাবোকভ | মনোনীত |
বাফটা পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | জেমস মেসন | মনোনীত |
গোল্ডেন গ্লোব পুরস্কার | সেরা পরিচালক | স্ট্যানলি কুবরিক | মনোনীত |
সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা | জেমস মেসন | মনোনীত | |
সেরা পার্শ্ব অভিনেতা | পিটার সেলার্স | মনোনীত | |
সেরা পার্শ্ব অভিনেত্রী | শেলি উইন্টার্স | মনোনীত | |
বর্ষসেরা নবাগত তারকা অভিনেত্রী | সু লিয়ন | বিজয়ী | |
ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালনা | স্ট্যানলি কুবরিক | মনোনীত |
ভেনিস চলচ্চিত্র উৎসব | গোল্ডেন লায়ন | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Company Information"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "Lolita (1962) - Financial Information"। দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "Lolita"। অলমুভি। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে ললিতা (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ললিতা (ইংরেজি)
- আলোসিনেতে ললিতা (ফরাসি)
- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে ললিতা
- এলোনেটে ললিতা (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে ললিতা
- ডেনিশ চলচ্চিত্র ডেটাবেজে ললিতা (ইংরেজি)
- পোর্ট.এইচইউতে ললিতা (হাঙ্গেরি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে ললিতা (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে ললিতা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ললিতা (ইংরেজি)
- লেটারবক্সডে ললিতা (ইংরেজি)
- সুইডিশ ফিল্ম ইনস্টিটিউট ডাটাবেসে ললিতা (ইংরেজি)