ললিতপুর জেলা, নেপাল
নেপালের জেলা
ললিতপুর জেলা (নেপালি: ललितपुर जिल्ला , হচ্ছে নেপালের মধ্যমাঞ্চল বিকাস ক্ষেত্রের বাগমতী অঞ্চলের ৭৫টি জেলার একটি জেলা। পাটান হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ৩৮৫ কিমি২ (১৪৯ মা২)॥ ২০০১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৩৩৭,৭৮৫ জন। কাঠমান্ডু এবং ভকতপুরের সাথে এটিও কাঠমান্ডু উপত্যকার তিনটি জেলার একটি। ২০১১ সালের আদমশুমারি অনুসারে লোকসংখ্যা ৪৬৬,৭৮৪ জন।[১]
ললিতপুর জেলা ललितपुर | |
---|---|
জেলা | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | মধ্যমাঞ্চল |
অঞ্চল | বাগমতী |
সদরদপ্তর | পাটান |
আয়তন | |
• মোট | ৩৮৫ বর্গকিমি (১৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩,৩৭,৭৮৫ |
• জনঘনত্ব | ৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
ওয়েবসাইট | www.ddclalitpur.gov.np |