ললিতপুর, নেপাল
ললিতপুর মহানগর (সংস্কৃত: पाटन পাটন, নেপাল : 𑐫𑐮 ইয়ালা) হলো নেপালের একটি মহানগর এবং ২০২১ সালের আদমশুমারি অনুসারে ৪৯,০৪৪টি বাসগৃহে ২৯৯,৮৪৩ জন অধিবাসী নিয়ে দেশের চতুর্থ জনবহুল শহর।[৩][৪] এটি কাঠমান্ডু উপত্যকার দক্ষিণ-মধ্য অংশে ১,৪০০ মিটার (৪,৬০০ ফুট) উচ্চতায় মধ্য নেপালের উচ্চ মালভূমির একটি বড় উপত্যকায় অবস্থিত।
ললিতপুর মহানগর यल মানিগাল, পাটন, ইয়ালা | |
---|---|
মহানগর | |
ललितपुर महानगरपालिका | |
ডাকনাম: চারুকলার শহর[১] | |
নেপালে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°৪০′ উত্তর ৮৫°১৯′ পূর্ব / ২৭.৬৬৭° উত্তর ৮৫.৩১৭° পূর্ব | |
দেশ | নেপাল |
প্রদেশ | বাগমতি প্রদেশ |
জেলা | ললিতপুর জেলা |
অঙ্গীভূত | ১৯১৮ |
আয়তন | |
• মোট | ৩৭.৪ বর্গকিমি (১৪.৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২১ নেপালের জনশুমারি) | |
• মোট | ২,৯৯,২৮৩[২] |
• ক্রম | ৪র্থ |
সময় অঞ্চল | এনএসটি (ইউটিসি+৫:৪৫) |
পোস্ট কোড | ৪৪৭০০ |
এলাকা কোড | ০১ |
ওয়েবসাইট | www |
ব্যুৎপত্তি
সম্পাদনাললিতপুরের সবচেয়ে ব্যবহৃত এবং লিখিত নতুন নামটি হলো ইয়েলা। কথিত আছে, রাজা ইয়ালম্বার বা ইয়েলুং হাং তার নিজের নামানুসারে এই শহরটির নামকরণ করেন এবং এরপর থেকে এই প্রাচীন শহরটি ইয়ালা নামে পরিচিত হতে থাকে। এই শহর সম্পর্কে অসংখ্য কিংবদন্তি প্রচলিত আছে।
ইতিহাস
সম্পাদনাখ্রিস্টপূর্ব ৩য় শতকে কীরাট সাম্রাজ্য কর্তৃক ললিতপুরের পত্তন হয়েছিলো বলে ধারণা করা হয় এবং খ্রিস্টিয় ৬ষ্ঠ শতকে লিচ্ছবিদের দ্বারা এর সম্প্রসারণ ঘটে। এরপর মধ্যযুগে মল্লদের শাসনামলে শহরটির আরও সম্প্রসারণ ঘটেছিলো।
১৭৬৮ সালে গোর্খা রাজা পৃথ্বি নারায়ণ শাহ্ কোনো যুদ্ধ ব্যতিরেকই ললিতপুরকে নিজ রাজ্যের সাথে যুক্ত করে নেন।
ভূগোল
সম্পাদনাললিতপুর কাঠমান্ডু উপত্যকার উত্থিত অংশের বাগমাতি নদীর দক্ষিণ পার্শ্বে অবস্থিত। বাগমতী নদীটি শহরটিকে উত্তর ও পশ্চিম দিকে কাঠমান্ডু হতে পৃথক করেছে। কর্মনাশা খোলা এর পূর্ব প্রান্তের সীমানা হিসেবে দাঁড়িয়ে আছে। এটি নাগদাহ নামে পরিচিত একটি শুকিয়ে যাওয়া প্রাচীন হ্রদের মধ্যস্থলের তুলনামূলক পাতলা স্তরের কাঁদা ও পাথুরে ভূমিতে গড়ে উঠেছে। শহরটি ১৫.৪৩ বর্গকিলোমিটার ভূমিতে বিস্তৃত এবং ২৯টি ওয়ার্ডে এর পৌর এলাকাটি বিখণ্ডিত।[৫]
জলবায়ু
সম্পাদনাতুলনামূলক উচ্চ তাপমাত্রা এবং সারাবছর ধরে সমানুপাতে বন্টিত বারিপাত এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। কোপেন জলবায়ু শ্রেণিবিন্যাস অনুসারে এখানকার জলবায়ু আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু (সিএফএ) উপ-বিভাগের অন্তর্গত।
জনমিতি
সম্পাদনাভাষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারী অনুসারে ৪৪.৯% জনগোষ্ঠীর ব্যবহারের ভিত্তিতে নেপালি ভাষাকে ললিতপুরের সবচেয়ে সাধারণ মাতৃভাষা হিসেবে উল্লেখ করা যায়। নেপাল ভাষা ৩৫.২% লোকের ব্যবহৃত ভাষা হলেও ৬.২% লোক তামাং ভাষা, ৩.৪% লোক মৈথিলী ভাষা, ১.৭% লোক মাগার ভাষা, ১.৪% লোক ভোজপুরি ভাষা এবং ১.৩% লোক রাই ভাষাকেও তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকে। অনেকেই ইংরেজি ভাষায় কথা বলেন, তবে তা তাদের মাতৃভাষা নয়।[৬][৭]
শিক্ষার হারের ভিত্তিতে এখানকার অধিবাসীদের ৮৬.০% জন পড়তে ও লিখতে পারে,১.৬% শুধুমাত্র পড়তে পারে এনং ১২.৪% পড়া বা লিখার - কোনোটিই পারে না।[৮]
জাতিগোষ্ঠী
সম্পাদনাস্থানীয় নেওয়াররা সবচেয়ে বড় জাতিগোষ্ঠী, যাদের বিভিন্ন উপদল মিলিতভাবে ৩৯.৬% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধিত্ব করে ১৫.৯% জনসংখ্যার ছেত্রী জাতিগোষ্ঠী যাদের ঠিক পরেই রয়েছে ১১.৯% জনসংখ্যার বাহুন জাতি, যারা পাহাড়ি ব্রাহ্মণ বা খাস ব্রাহ্মণ হিসেবে পরিচিত।
ধর্মীয় গোষ্ঠী
সম্পাদনাধর্মের ভিত্তিতে এখানকার অধিবাসীদের ৭২.৩% হিন্দু, ১৯.২% বৌদ্ধ, ৫.৭% খ্রিস্টান, ১.৭% কীরাটি, ০.৮% মুসলমান, ০.১% প্রকৃতি এবং ০.২% অন্যান্য মতের অনুসারী।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "संक्षिप्त परिचय"। Lalitpur Metropolitan City। ২৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- ↑ "Lalitpur Metropolitan City | Government of Nepal"। lalitpurmun.gov.np। ২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "National Population and Housing Census"। Government of Nepal। ২০১১। পৃষ্ঠা 41। ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Final Preliminary Report of Census 2021 Newfin" (পিডিএফ)। ফেব্রুয়ারি ৬, ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৩।
- ↑ "Welcome to Official Site of Lalitpur Sub-Metropolital City Office, Nepal ::"। Lalitpur.org.np। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১১।
- ↑ "Grid View: Table LANGUAGE – NepalMap"। nepalmap.org। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "NepalMap Language"। মার্চ ২৮, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৪, ২০২৩।
- ↑ NepalMap Literacy [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০২৩ তারিখে
- ↑ NepalMap Religion [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০২৩ তারিখে
বহিঃসংযোগ
সম্পাদনাটেমপ্লেট:ললিতপুর জেলা টেমপ্লেট:নেওয়ার টেমপ্লেট:নেপালের মেট্রোপলিটন পৌরসভা