লম্বা পাখনার সাপ বাইন
মাছের প্রজাতি
লম্বা পাখনার সাপ বাইন (ইংরেজি: Longfin snake-eel), (বৈজ্ঞানিক নাম: Pisodonophis cancrivorus) হচ্ছে সাপ বাইন পরিবারের একটি বাইন মাছের প্রজাতি।[১] এটিকে জন রিচার্ডসন ১৮৪৮ সালে বর্ণনা করেন।
লম্বা পাখনার সাপ বাইন Pisodonophis cancrivorus | |
---|---|
![]() | |
লম্বা পাখনার সাপ বাইন | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Anguilliformes |
পরিবার: | Ophichthidae |
গণ: | Pisodonophis |
প্রজাতি: | P. cancrivorus |
দ্বিপদী নাম | |
Pisodonophis cancrivorus (Richardson, 1848) |
বর্ণনা সম্পাদনা
লম্বা পাখনার সাপ বাইনের দেহ প্রায় চোঙাকৃতির এবং পশ্চাতে কিছুটা চাপা। এদের জিহ্বা আছে এবং তুণ্ড সুচালো।[২]
বিস্তৃতি সম্পাদনা
গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রে দেখা যায়। এছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, পূর্ব আফ্রিকা থেকে ফ্রান্স পলিনেশিয়া, ওগাসাওয়ারা দ্বীপসমূহের উত্তরে, অস্ট্রেলিয়ার দক্ষিণে এবং বাংলাদেশে এদের পাওয়া যায়।[২]
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। এ মাছ বাজারে পাওয়া যায়। নদীর মোহনায়, উপকূলীয় এলাকার জলাশয়ে পাওয়া যায়।[২]
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Pisodonophis cancrivorus at www.fishbase.org.
- ↑ ক খ গ গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী, এ কে আতাউর রহমান (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৭–১৮। আইএসবিএন 984-30000-0286-0
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।