লক্ষ্মী নক্ষত্র

ভারতীয় টেলিভিশন উপস্থাপিকা

লক্ষ্মী উন্নিকৃষ্ণান কে (জন্ম: ২ সেপ্টেম্বর ১৯৯১) তিনি একজন ভারতীয় টেলিভিশন উপস্থাপিকা এবং রেডিও জকি, যিনি মালায়ালম টেলিভিশন এবং মঞ্চানুষ্ঠানে কাজ করেন। তিনি ফ্লাওয়ার্স টিভিতে তমার পদার বা স্টার ম্যাজিকে উপস্থাপিকার জন্য সর্বাধিক পরিচিত। তিনি লক্ষ্মী নক্ষত্র মঞ্চনামেই সমধিক পরিচিত ও জনপ্রিয়।[১][২][৩][৪][৫]

লক্ষ্মী নক্ষত্র
জন্ম
লক্ষ্মী উন্নিকৃষ্ণান কে

(1991-09-02) ২ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২)
কুরকেনচেরি, ত্রিশূর, কেরল, ভারত
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামচিন্নু
মাতৃশিক্ষায়তন
  • ক্রাইস্ট কলেজ, ইরিঞ্জলাকুডা
  • এলিজাহ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, ত্রিশূর
পেশা
  • টেলিভিশন উপস্থাপিকা
  • রেডিও জকি
  • গায়িকা
কর্মজীবন২০০৭  – বর্তমান
পিতা-মাতা
  • উন্নিকৃষ্ণান কে
  • বিন্দু উন্নিকৃষ্ণান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

লক্ষ্মী নক্ষত্র ত্রিশূরের কুরকেনচেরিতে উন্নিকৃষ্ণান কে ও বিন্দু উন্নিকৃষ্ণান দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সাত বছর বয়স থেকেই শাস্ত্রীয় সংগীত শিখতে শুরু করেছিলেন এবং কেরল স্কুল কলোলসভামে অভিনয়, একবাক্য ও সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছিলেন। তিনি কুরিয়াচিরার সেন্ট পল'স কনভেন্ট স্কুল এবং ত্রিশূরের আই.ই.এস পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষ করেছিলেন।

২০০৯ সালে ক্রিয়ামূলক ইংরেজিতে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জনের জন্য তিনি ইরিঞ্জলাকুডার ক্রাইস্ট কলেজে যোগদান করেছিলেন। পরবর্তীতে ত্রিশূরের এলিজাহ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (ইএলআইএমএস থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছিলেন।

২০১৬ সালে তিনি রিমশাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল।

উল্লেখযোগ্য কাজ সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

সাল শিরোনাম ভূমিকা চ্যানেল
২০০৮ স্কুল টাইম উপস্থাপিকা জীবন টিভি
রিয়েলি টেস্টি উপস্থাপিকা জীবন টিভি
ক্যাম্পাস ওনক্কালাম উপস্থাপিকা অমৃত টিভি
চিট চ্যাট উপস্থাপিকা উই চ্যানেল
২০০৯ ডিউ ড্রপস অ্যাঙ্কর উই চ্যানেল
২০১২ তরলসভম উপস্থাপিকা কৈরলি টিভি
২০১৩ কুট্টিপট্টুরুমাল উপস্থাপিকা কৈরলি টিভি
২০১৪ মাইলানচি উপস্থাপিকা এশিয়ানেট
২০১৬ মাইলানচি লিটল চ্যাম্পিয়ন উপস্থাপিকা এশিয়ানেট প্লাস
২০১৭ এশিয়ানেট সুপার ভয়েস উপস্থাপিকা এশিয়ানেট প্লাস
২০১৭-২০১৯ তমার পাদার উপস্থাপিকা ফ্লাওয়ার্স টিভি
২০১৯-বর্তমান স্টার ম্যাজিক (তমার পাদার ২) উপস্থাপিকা ফ্লাওয়ার্স টিভি

মঞ্চাভিনয় সম্পাদনা

তিনি দক্ষিণ ভারত, আবুধাবি এবং দোহায় বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান পরিচালনা করেছেন।

সাল ইভেন্ট ভূমিকা
২০১৩ এক্স-মাস গালা ২০১৩ অ্যাঙ্কর
২০১৪ ১৭ তম এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার সাক্ষাৎকার
উপস্থাপিকা
অ্যাঙ্কর
মেগা শো অ্যাঙ্কর
ভয়ালার রামবর্ম মেমোরিয়াল ফাউন্ডেশন সোসাইটি অ্যাওয়ার্ড নাইট অ্যাঙ্কর
২০১৬ এশিয়ানেট টেলিভিশন পুরস্কার উপস্থাপিকা
রেড এফএম মালয়ালম সঙ্গীত পুরস্কার উপস্থাপিকা
২০১৭ রেড এফএম মালয়ালম সঙ্গীত পুরস্কার উপস্থাপিকা
যুব পুরস্কার উপস্থাপিকা
২০১৮ রেড এফএম মালয়ালম সঙ্গীত পুরস্কার উপস্থাপিকা

চলচ্চিত্র সম্পাদনা

  • ২০১৮: ইভাল আনো (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)
  • ২০১৯: মার্কনি ম্যাথাই (অ্যাঞ্জেল চরিত্রে)
  • ২০১৯: এ সায়ানাইড স্টোরি (ওয়েব ধারাবাহিক)

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

  • ২০০৮: কলাতিলকম পুরস্কার
  • ২০০৮: সেরা অ্যাঙ্কর পুরস্কার (ত্রিশূর)
  • ২০১৭: ৭ম কাজচা টিভি পুরস্কার- সেরা অ্যাঙ্কর (সেরা কন্ঠ্য)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nair, Radhika (৩১ ডিসেম্বর ২০১৮)। "2018 made me the 'Chinnu Kutty' of Malayalam TV says Tamar Padaar anchor Lakshmi"The Times of India। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  2. "Did you know Star Magic's Lakshmi Nakshathra is a good singer too? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭ 
  3. Jayaram, Deepika (৯ এপ্রিল ২০১৮)। "I am glad I am able to maintain the standard of the show: Lakshmi Menon"The Times of India। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  4. "Kochi Times Most Desirable Women on Television 2019 - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭ 
  5. "കറുപ്പിൽ സുന്ദരിയായി ലക്ഷ്മി നക്ഷത്ര; ചിത്രങ്ങൾ"Indian Express Malayalam (মালায়ালাম ভাষায়)। ২০২১-০২-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 

বহিঃসংযোগ সম্পাদনা