লংলা আধুনিক ডিগ্রি কলেজ

লংলা আধুনিক ডিগ্রি কলেজ কুলাউড়া'র দক্ষিণ লংলায় অবস্থিত। যা ১৯৯৮ সালে রাউৎগাও ইউনিয়নের মনরাজ গ্রামে প্রতিষ্ঠিত। কলেজটিতে সিসি ক্যামেরার আওতায় আধুনিক সুযোগ সুবিধা সহ মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে।এবং এইচএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কার্যক্রম চলমান আছে।

লংলা আধুনিক ডিগ্রী কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৯৮
সভাপতিশফিউল আলম চৌধুরী নাদেল
অধ্যক্ষমোঃ আতাউর রহমান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)
শিক্ষার্থীপ্রায় ১০০০
ঠিকানা
মনরাজ , রাউৎগাঁও
, ,
শিক্ষাঙ্গননিজস্ব
সংক্ষিপ্ত নামকলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়

গভর্নিং বডি সম্পাদনা

লংলা আধুনিক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল[১]

তথ্যসূত্র সম্পাদনা