র‌্যাটাটুলি (চলচ্চিত্র)

(র‌্যাটাটুই (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

র‌্যাটাটুলি (ইংরেজি ভাষায়: Ratatouille) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন এনিমেশন চলচ্চিত্র। পিক্সার এনিমেশন স্টুডিওর প্রযোজনায় নির্মিত এবং ওয়াল্ট ডিজনি পিকচার্‌সের মাধ্যমে সরবরাহকৃত এই চলচ্চিত্রটি সেরা এনিমেশন চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেছে এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছে। প্যারিসে বসবাসকারী রেমি নামক এক ইঁদুরের রাঁধুনি হওয়ার গল্প এতে বিধৃত হয়েছে। রাঁধুনি হতে গিয়ে নিজ পরিবার ও মানুষের অসন্তোষের মুখে পড়ে রেমি। গুস্ত'স রেস্তোরাঁর গার্বেজ বয়ের মাধ্যমে তার এ স্বপ্ন বাস্তবায়িত হয়। তা করতে গিয়ে তাকে ফ্রান্সের অন্যতম সেরা খাবার সমালোচক আন্তন ইগো'র প্রশংসা অর্জন করতে হয়। ২০০৭ সালের ২৯শে জুন মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক হলেন ব্র্যাড বার্ড। বার্ড অবশ্য ২০০৫-এর জুনে ইয়ান পিনকাভার কাছ থেকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, এর আগে পিনকাভাই পরিচালনা করছিলেন।

র‌্যাটাটুলি
র‌্যাটাটুলি চলচ্চিত্রের পোস্টার.jpg
মঞ্চ পোস্টার
পরিচালকব্র্যাড বার্ড
ইয়ান পিনকাভা
(সহকারী পরিচালকের ক্রেডিট পন)
প্রযোজকব্র্যাড লুইস
রচয়িতাব্র্যাড বার্ড
গল্প:
ইয়ান পিনকাভা
জিম ক্যাপোবিয়েনকো
ব্র্যাড বার্ড
এমিলি কুক
ক্যাথি গ্রিনবার্গ
শ্রেষ্ঠাংশেপ্যাটন অসওয়াল্ট
লু রোমানো
পিটার সন
ব্র্যাড গ্যারেট
জেনিন গ্যারোফালো
ইয়ান হোম
ব্রায়ান ডেনেহি
পিটার ও'টুল
সুরকারমাইকেল গিয়াচ্চিনো
চিত্রগ্রাহকরবার্ট অ্যান্ডারসন
শ্যারন কালাহান
সম্পাদকড্যারেন টি হোম্‌স
পরিবেশকওয়াল্ট ডিজনি পিকচার্‌স, পিক্সার এনিমেশন স্টুডিওস
মুক্তিRUS ২৮শে জুন, ২০০৭
NA২৯শে জুন, ২০০৭
FRA ১লা আগস্ট, ২০০৭
AUS
PHI ২৮শে আগস্ট, ২০০৭
৬ই সেপ্টেম্বর, ২০০৭
UK ১২ই অক্টোবর, ২০০৭
দৈর্ঘ্য১১১ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র,  ফ্রান্স
ভাষাইংরেজি
নির্মাণব্যয়১৫০ মিলিয়ন মার্কিন ডলার[১]
আয়বিশ্বব্যাপী: ৬১৯,৭৮৭,২৯১ মার্কিন ডলার

তথ্যসূত্রসম্পাদনা

  1. Michael Cieply (2007-04-24)। "It's Not a Sequel, but It Might Seem Like One After the Ads"। New York Times।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগসম্পাদনা