রোভানিয়েমেন পাল্লোসেওরা

রোভানিয়েমেন পাল্লোসেওরা (ফিনীয়: Rovaniemen Palloseura; এছাড়াও আরওপিএস নামে পরিচিত) হচ্ছে রোভানিয়েমি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আরওপিএস তাদের সকল হোম ম্যাচ রোভানিয়েমির কেসকুসকেন্তায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভেসা তাউরিয়াইনেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রিস্তো নিভা। ফিনীয় মধ্যমাঠের খেলোয়াড় এতু মুইনোনেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

আরওপিএস
পূর্ণ নামরোভানিয়েমেন পাল্লোসেওরা
প্রতিষ্ঠিত১৯৫০; ৭৪ বছর আগে (1950)
মাঠকেসকুসকেন্তা[]
ধারণক্ষমতা৪,০০০
সভাপতিফিনল্যান্ড রিস্তো নিভা
ম্যানেজারফিনল্যান্ড ভেসা তাউরিয়াইনেন[]
লিগভেইক্কাউসলিগা
২০১৯১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আরওপিএস এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ফিনীয় কাপ এবং ২টি ইক্কোনেন শিরোপা রয়েছে।

বিজয়ী (২): ১৯৮৬, ২০১৩
বিজয়ী (২): ২০১০, ২০১২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:রোভানিয়েমেন পাল্লোসেওরা টেমপ্লেট:ভেইক্কাউসলিগা