রেডিও মেট্রোওয়েভ

ঢাকার বেতার কেন্দ্র

রেডিও মেট্রোওয়েভ বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন।[১] ১৯৯৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু হয়ে ২০০৫ সালের ২৭ জুন রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।[২] ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৫৬.৪১ মিটার ব্যান্ড বা ১১৭০ কিলোহার্টজ মধ্যম তরঙ্গে সকাল ৭.৩০ থেকে ১০.৩০ ও দুপুর ৩টায় রেডিওটি সম্প্রচার করা হতো। রেডিওটি গান ও সংবাদ পরিবেশন করত।[৩]

রেডিও মেট্রোওয়েভ
প্রচারের স্থানঢাকা
সম্প্রচার এলাকাঢাকা মহানগর এলাকা
স্লোগান"ফিল দ্য পাওয়ার অব মিউজিক অ্যান্ড ইনফরমেশন"
ফ্রিকোয়েন্সি১১৭০ কিলোহার্টজ
প্রথম সম্প্রচার২৬ মার্চ ১৯৯৯; ২৫ বছর আগে (1999-03-26)

প্রচারিত অনুষ্ঠানমালা সম্পাদনা

রেডিওটির প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো "প্রভাতি", "আজকের দিন", "গানের পাখি", "মেট্রো হিটস", "গ্লোবাল রিদম", "রকওয়েভ", "নকশী কাঁথা", "মেট্রো সানন্দা", "সোনালি অতীত" এবং "স্টেশন রক" ইত্যাদি।[৩]

সম্প্রচার বন্ধ সম্পাদনা

রেডিও মেট্রোওয়েভ বাংলাদেশ বেতারের থেকে টাইম স্লট ও ট্রান্সমিটার কেনার বকেয়া অর্থ পরিশোধ করতে না পারায় ২০০৫ সালের ২৭ জুন রেডিওর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।[১][২]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "None of the approved radio channels went on air"প্রোব নিউজ ম্যাগাজিন। ৩ ফেব্রুয়ারি ২০০৬। ৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. ব্যানার্জী, ইন্দ্রজিৎ; লোগান, স্টিফেন (২০০৮)। Asian Communication Handbook 2008। সিঙ্গাপুর: এশিয়ান মিডিয়া ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সেন্টার। পৃষ্ঠা ১০৮। আইএসবিএন 978-981-4136-10-5 
  3. "Intro"রেডিও মেট্রোওয়েভ। ৬ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।