রেডিও নেক্সট
রেডিও নেক্সট ছিল বাংলাদেশের একটি বেসরকারি রেডিও স্টেশন। এটি নিলয় নিটল গ্রুপ লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার মহাখালীতে নিটল-নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন করা হয়।[১] রেডিও নেক্সট বর্তমানে বন্ধ হয়ে গেছে।[২]
প্রচারের স্থান | ঢাকা |
---|---|
সম্প্রচার এলাকা | বাংলাদেশ (এফএম) |
স্লোগান | বিশ্বাসে বাংলাদেশ |
ফ্রিকোয়েন্সি | ৯৩.২ এফএম |
প্রথম সম্প্রচার | ২৬ জানুয়ারি ২০১৫ |
ফরম্যাট | বেসরকারী এফএম রেডিও |
ভাষা | বাংলা |
ট্রান্সমিটার স্থানাঙ্ক | ১০ কিলো হার্টজ |
মালিকানাস্বত্ত্ব | নিলয় নিটল গ্রুপ লিমিটেড |
ওয়েবকাস্ট | রেডিও নেক্সট |
ওয়েবসাইট | www.radionext.fm |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আসছে রেডিওনেক্সট ৯৩.২ এফএম"। দৈনিক প্রথম আলো। ২৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- ↑ হোসাইন, মো আব্দুল্লাহ আল। "কেন দাঁড়াতে পারল না এফএম রেডিও"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩।