রূপসদী ইউনিয়ন
রূপস্দী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউনিয়ন।
রূপস্দী | |
---|---|
ইউনিয়ন | |
১০নং রূপস্দী ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: পশ্চিম রূপস্দী ইউনিয়ন | |
বাংলাদেশে রূপসদী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′২৯″ উত্তর ৯০°৫১′৩১″ পূর্ব / ২৩.৭৭৪৭২° উত্তর ৯০.৮৫৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | বাঞ্ছারামপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারূপসদী ইউনিয়নের আয়তন ৩,২৯৭ একর (১৩.৩৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রূপসদী ইউনিয়ন এর মোট জনসংখ্যা ২০,৯০৯ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৫২ জন এবং মহিলা ১১,২৫৭ জন। মোট পরিবার ৪,১২৮টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫৬৭ জন।[২]
ইতিহাস
সম্পাদনারূপসদী ইউনিয়ন পূর্বে রূপসদী পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
সম্পাদনাবাঞ্ছারামপুর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে রূপসদী ইউনিয়ন এর অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ও উত্তরে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন, পূর্বে ফরদাবাদ ইউনিয়ন এবং দক্ষিণে ছলিমাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারূপসদী ইউনিয়ন বাঞ্ছারামপুর উপজেলার আওতাধীন ১০নং রূপস্দী ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৮নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৬ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রূপস্দী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- রূপস্দী সুজন স্মৃতি কলেজ।
- রূপস্দী মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল & নার্সিং ইন্সটিটিউট।
- মাধ্যমিক বিদ্যালয়
- রূপস্দী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়।
- রূপস্দী জামিদা মনসুর আলী উচ্চ বিদ্যালয়।
- রূপস্দী আবুল হাসেম বালিকা উচ্চ বিদ্যালয়।
- প্রাথমিক বিদ্যালয়
- রূপস্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রূপস্দী পশ্চিম কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রূপস্দী মধ্য কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রূপস্দী মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রূপস্দী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রূপস্দী দক্ষিণ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রূপস্দী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- খাউরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও আরও কিছু কিন্ডার গার্ডেন আছে।
- মাদ্রাসা
- রূপস্দী খোদাই বাড়ি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
- রূপস্দী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা।
- রূপস্দী সুফিয়া খাতুন মহিলা মাদ্রাসা।
- রূপস্দী আম্বিয়া খাতুন দানা মিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাঢাকা থেকে দুই তিন উপায়ে রূপস্দী যাওয়া যায়। তবে সবচেয়ে সহজ উপায় হলো ঢাকার গুলিস্তান ফ্লাইওভারের মুখ থেকে বি আর টি সি এসি বাসে করে নারায়ণগঞ্জ জেলার মদনপুরের ভিতর দিয়ে আড়াইহাজার উপজেলা দিয়ে বিশনন্দী ফেরীঘাট হয়ে ফেরি পার হয়ে সিএনজি যোগে বাঞ্ছারামপুর উপজেলার মাতুরবাড়ী মোড় হয়ে রূপস্দী যাওয়া যায়। জন প্রতি খুচড়া ভাড়া পড়বে ১৯০ টাকা। ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে তিনশ ফিঠ হয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে ভুলতা হয়ে বি আর টি সি বাস যায় আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাট।
খাল ও নদী
সম্পাদনা- হাওড় ও বিল
- ভাইরাদরের বিল।
- মানদাইলা বিল।
- গলাচিপা বিল।
হাট-বাজার
সম্পাদনাএ ইউনিয়নের সীমারেখার মধ্য ছোট বড় মোট ৪টি বজার আছে, এর মধ্যে পুরোনো ও প্রধান দুইটি বাজার হলো রূপস্দী উত্তর বাজার যা বালুয়াকান্দি বাজার নামেও পরিচিত এবং রূপস্দী দক্ষিণ বাজার। এছাড়া রূপস্দী দক্ষিণপাড়ায় জামাই বাজার ও রূপস্দী মধ্যপাড়ায় বৌ বাজার নামে ছোট দুইটি বাজার রয়েছে।
দর্শনীয় স্থান
সম্পাদনা- রূপসদী জমিদার বাড়ি
- শ্রী শ্রী রক্ষা কালী মন্দির রূপসদী দক্ষিণ বাজার
- বালিয়াদহের বিল
জনপ্রতিনিধি
সম্পাদনা১।প্রয়াত শাহজাহান হাওলাদার সুজন এমপি। ২।প্রয়াত ফিরোজ মিয়া চেয়ারম্যান ৩।প্রয়াত কালা মিয়া চেয়ারম্যান। ৪।প্রয়াত কাদির মিয়া চেয়ারম্যান। ৫।প্রয়াত মোঃ ফিরোজ মিয়া চেয়ারম্যান।(৬ বার নির্বাচিত) ৬।জনাব মোঃ মহসিন মিয়া চেয়ারম্যান। ৭।জনাব মোঃ আঃ হাকিম চেয়ারম্যান।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |