রুবিনা আরিফ

পাকিস্তানী অভিনেত্রী

রুবিনা আরিফ একজন পাকিস্তানি অভিনেত্রী ও প্রযোজক। তিনি ইশক নাচায়া, কাব মেরে কেহলাওগে, কিসমাত এবং কাম জারফ নাটকে তার অভিনয়ের জন্য পরিচিত।[১]

রুবিনা আরিফ
জন্ম (1964-07-15) ১৫ জুলাই ১৯৬৪ (বয়স ৫৯)
জাতীয়তাপাকিস্তানি
শিক্ষাপাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে (মনোবিজ্ঞানে স্নাতকোত্তর)
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন২০০০ – বর্তমান
পরিচিতির কারণকাব মেরে কেহলাওগে
কাম জারফ
কিসমাত
ঘর দামাদ
দাম্পত্য সঙ্গীতসলিম আরিফ (বি. ১৯৮১; মৃ. ২০০৮) (স্বামী)
সন্তানআইনান আরিফ(ছেলে)
ইমরান আরিফ (ছেলে)
মরিয়ম আরিফ(কন্যা)
আত্মীয়অনসূয়া আব্বাসি (পুত্রবধূ)

জীবনী এবং কর্মজীবন সম্পাদনা

রুবিনা ১৯৬৮ সালের ১৫ ই জুলাই পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন এবং মনোবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তিনি ২০০০ সালে এই শিল্পে যোগ দেন।[২] তিনি ইশক নাচায়া নাটকে তাঁর কাজের জন্য পরিচিতি পান। তিনি খুব সুপরিচিত অভিনেত্রী।[৩] তিনি মডেলিং এবং বিজ্ঞাপনও করেছিলেন।[৪] তিনি হাম সাব উমেদ সে হ্যায় চলচ্চিত্রে তার কৌতুক ভূমিকার জন্যও পরিচিতি এবং আরও জনপ্রিয় হন।[৫] তিনি কাব মেরে কেহলাওগে, কিসমাত এবং কাম জারফ নাটক তার কাজের জন্যও পরিচিত।[৬]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

রুবিনা ১৯৮১ সালে ক্রিকেটার তসলিম আরিফকে বিয়ে করেন এবং তাদের তিন সন্তান দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তার ছেলে আইনান অভিনেত্রী অনসূয়া আব্বাসিকে বিয়ে করেছেন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "KAB MERE KEHLAOGE – ARY DIGITAL EXCLUSIVE DRAMA"। ARY Digital। জুন ৭, ২০২০। 
  2. "Exclusive Interview of Rubina Arif G Utha Pakistan Morning Show 14th November 2019"। জুলাই ১২, ২০২০। 
  3. "Taslim Arif: Mighty character, true grit"। The International News। জুন ১০, ২০২০। জুলাই ৫, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০২১ 
  4. "The legends of Pakistani Drama industry all set to be seen together after 14 years in Dastaar-e-Anna"। Trendinginsocial। জুন ২৬, ২০২০। 
  5. "Rubina Arif Biography, Dramas"। Pakistan.pk। জুন ১, ২০২০। 
  6. "HIP Exclusive: Qismat Highlights the Struggle of Women About Marriage and Motherhood: Zhalay Sarhadi"। HIP। জুন ৬, ২০২০। এপ্রিল ২, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০২১ 
  7. "Anoushay Abbasi Dholki Pictures"। Review.pk। জুন ৮, ২০২০।