তেজপুর শহরের উত্তর দিকে, ব্রহ্মপুত্র নদীর গায়ে থাকা পাহাড়ের উপর রুদ্রপদ দেবালয় অবস্থিত। এই মন্দিরে হিন্দুদের আরাধ্য দেবতা শিবকে নিত্য পূজার্চনা করা হয়। লোকবিশ্বাস অনুসারে ভগবান শিব এখানে তাঁর বাঁ পায়ের একটি ছাপ মন্দিরের শিলাখণ্ডে রেখে গিয়েছেন। পরে আহোম স্বর্গদেউ শিবসিংহ ১৭৩০ খ্রীষ্টাব্দে মন্দিরটির সংস্কার এই মন্দির নির্মাণ করেন। মহাবাহু ব্রহ্মপুত্র নদীর কবলে পড়ে মুখ্য মন্দিরটি জলে ডুবে যায়। এই মন্দিরের কাছের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম।

রুদ্রপদ দেবালয়
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাশোণিতপুর
অবস্থান
অবস্থানতেজপুর
দেশভারত
স্থাপত্য
ধরনঅসমীয়া

তথ্যসূত্র সম্পাদনা


টেমপ্লেট:Hindu Temples in Assam