রিং আইডি
রিং আইডি (ইংরেজি: RingID) কানাডার মন্ট্রিয়েল সিটিতে অবস্থিত ‘রিং ইনকর্পোরেশন’ দ্বারা পরিচালিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরিফ ইসলামের যৌথ উদ্যোগে যার যাত্রা শুরু। ব্যবহারকরীগণ তাদের আইডি ব্যবহার করে বিশ্বব্যাপী যোগাযোগ রক্ষা করতে পারেন। রিং আইডি এমন একটি প্লাটফর্ম, যার মাধ্যমে ব্যবহারকারী বিনামূল্যে কল, মেসেজ, স্টিকার, গোপন চ্যাট (সিক্রেট চ্যাট) সহ নানা সেবা পান।[২]
উন্নয়নকারী | রিং ইনকর্পোরেশন |
---|---|
প্রাথমিক সংস্করণ | জুলাই ২০১৫ |
স্থিতিশীল সংস্করণ | |
উপলব্ধ | ইংরেজি |
ধরন | তাৎক্ষনিক বার্তাপ্রদান সামাজিক যোগাযোগ ভিওআইপি |
লাইসেন্স | Freeware[১] |
ওয়েবসাইট | www |
রিং আইডি ডটকম অ্যাপটি ওয়েব, ডেক্সটপ, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং আইফোনেও ব্যবহার করার উপযুক্ত।[৩][৪][৫]
২০১৫ সালের জুলাইয়ে রিং আইডি প্রথম প্রকাশ হয়। এটির সিক্রেট চ্যাট বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের নিকট সর্বাধিক জনপ্রিয়তা পায়। এতে গোপন চ্যাটে তার বার্তা কতক্ষণ প্রদর্শিত হবে তা নির্ধারণ করা যায় এবং নির্দিষ্ট সময় পর প্রেরকের বার্তা অদৃশ্য হয়ে যায়।[৬][৭]
রিং আইডিতে ব্যবহারকারী সময় নির্ধারন করে গোপন ছবি পাঠাতে পারেন। যা নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যায়। এছাড়াও গোপন অডিও এবং ভিডিও পাঠানো যায়, যা পাঠক শুধুমাত্র একবার দেখতে পারবেন। ব্যবহারকারীরা সরাসরি চ্যাট বন্ধ করে দিতে পারবেন। এবং পরে একই চ্যাট উইন্ডোতে স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। [৮]
বৈশিষ্ট্য
সম্পাদনারিং আইডি একটি সর্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। যা ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এটি ফোন কল, টেক্সট মেসেজিং এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা তাৎক্ষণিক বার্তা, ভয়েস এবং ভিডিও কল, নিউজফিড ইত্যাদিকে সেবা দিয়ে থাকে। এছাড়াও রিং আইডিতে অডিও-ভিডিও কল, বার্তা, স্টিকার, চিত্র, মাল্টিমিডিয়া বিষয়বস্তু শেয়ার করা যায় এবং মিডিয়া ক্লাউড থেকে অডিও ও ভিডিও স্ট্রিম করা যায়। শেয়ার করা বিষয় তাদের বন্ধুরা তাৎক্ষণিক নিউজফিডে হালনাগাদ পাবেন। যা কম ব্যান্ডউইথ ইন্টারনেটেও ব্রাউজ করা যায়। এছাড়াও বর্তমানে এইটা থেকে ভিডিও দেখে এবং ইনভেস্ট এর মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। [৯][১০][১১]
সমালোচনা
সম্পাদনাযে এটি একটি পনজি স্কিম হতে পারে বলে একটা উদ্বেগ আছে। এটি রৌপ্য এবং স্বর্ণ স্তরের সদস্যপদ প্রদান করে, তারপর ব্যবহারকারীদের আরো সদস্য আনার জন্য অর্থ প্রদান করার প্রলভন দেখায়। এটি ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখার বিনিময়ে অর্থ প্রদান করে। কিন্তু পুরোনো সদস্যপদের টাকা মূলত নতুন সদস্যপদ গ্রহণকারীদের দেয়া হয়। এতে একসময় সদস্যপদ কমতে শুরু করলে কোনো ব্যক্তি আর টাকা উঠাতে পারবেনা এবং পুরো ব্যবসাটি ধ্বসে পড়ে। অনেক বেকার যুবককে এটি আকৃষ্ট করেছে। এর প্রতিষ্ঠাতা ২০১৬ সালে একবার খেলাপি হওয়ার জন্য গ্রেপ্তার হন।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ringID's Privacy Policy"। ১০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ "Forget Unbundling, ringID Brings the Most Powerful Mobile Messaging and Social Features Together" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "ringID - Video Call, Voice & Chat on the App Store" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Buy ringID - Microsoft Store" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Can Canadian ringID become the next big social app?"। ২০১৫-০৮-০৩। ২০১৭-০৪-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "RingID launches on iOS and Android equipped with a secret chat feature - KnowTechie" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Spotlight: ringID messenger promises quality HD video calls over slow connections"। Phone Arena। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Social Pro Daily" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Secret Chat App 'ringID' Will Self Destruct Your Messages"। iDigitalTimes.com (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-২৭। ২০১৭-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Is ringID a Better Snapchat?"। TechCo (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "Social network platform RingID planning to replace Snapchat - AppMess"। AppMess (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২০।
- ↑ "ringID: Another Ponzi business thrives"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২২। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-৩১।