রাম নারায়ণ গোস্বামী

ভারতীয় রাজনীতিবিদ

রাম নারায়ণ গোস্বামী (মৃত্যু ৯ ফেব্রুয়ারি ২০১০ বর্ধমানে) ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং কৃষক নেতা। গোস্বামী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ১৯৮২-১৯৮৩ মন্ত্রী ছিলেন।[১]

রাম নারায়ণ গোস্বামী
সংসদ সদস্য, রাজ্যসভা
কাজের মেয়াদ
২২ অক্টোবর ১৯৮৬ – ১৮ আগস্ট ১৯৯৯
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৮২ – ১৯৮৭
পূর্বসূরীDwarakanath Ta
উত্তরসূরীবিনয় চৌধুরী
সংসদীয় এলাকাবর্ধমান উত্তর
Assistant of Hare Krishna Konar
কাজের মেয়াদ
1967–1974
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

গোস্বামী পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন, বিভিন্ন প্রচারাভিযানের নেতৃত্ব দেন এবং তার রাজনৈতিক সক্রিয়তার জন্য জেলে যান।[১]

তিনি হরে কৃষ্ণ কোনারের সহকারী ছিলেন যখন কোনার ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। গোস্বামী ১৯৮৯ এবং ১৯৯২ সালে সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ সভার দুইবার সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।[১]

তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় (১৯৭৭ এবং ১৯৮২) দুবার এবং রাজ্যসভায় (ভারতীয় সংসদের উচ্চকক্ষ) তিনবার নির্বাচিত হন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "October 11, 2009"pd.cpim.org। ২০১১-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।