রামোন উনসাগা

চিলীয় ফুটবলার

রামোন ইগনাসিও উনসাগা আসলা (স্পেনীয়: Ramón Unzaga, স্পেনীয় উচ্চারণ: [ɾamˈon unθˈaɣa]; ১৭ জুলাই ১৮৯২ – ৩১ আগস্ট ১৯২৩; রামোন উনসাগা নামে সুপরিচিত) একজন চিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় এস্ত্রেয়া দেল মার এবং চিলি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

রামোন উনসাগা
১৯১৪ সালে রামোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রামোন ইগনাসিও উনসাগা আসলা
জন্ম (১৮৯২-০৭-১৭)১৭ জুলাই ১৮৯২
জন্ম স্থান দুয়েস্তো, স্পেন
মৃত্যু ৩১ আগস্ট ১৯২৩(1923-08-31) (বয়স ৩১)
মৃত্যুর স্থান চিলি
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়

রামোন ১৯১৬ সালে চিলির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; চিলির জার্সি গায়ে ১৯২১ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৯ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি চিলির হয়ে সর্বমোট দুইটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬ এবং ১৯২০) অংশগ্রহণ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

রামোন কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চিলির জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

রামোন ইগনাসিও উনসাগা আসলা ১৮৯২ সালের ১৭ই জুলাই তারিখে স্পেনের দুয়েস্তোতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯২৩ সালের ৩১শে আগস্ট তারিখে, চিলিতে ৩১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

দল সাল ম্যাচ গোল
চিলি ১৯১৬
১৯২০
১৯২১
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Chile - Squad" [চিলি - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা