রামায়ণ (২০১২-এর টেলিভিশন ধারাবাহিক)

২০১২-এর রামায়ণ অবলম্বনে টেলিভিশন ধারাবাহিক

রামায়ণ: সবার জীবনের আধার হলো একটি ভারতীয় টেলিভিশন সিরিজ যা সাগর পিকচার্স দ্বারা নির্মিত ও জি টিভিতে প্রচারিত হয় । এটি রামচরিতমানসের একটি রূপান্তর ।[][]

রামায়ণ
অন্য নামরামায়ণ: জীবনের আধার
ভিত্তিরামায়ণ
পরিচালকমুকেশ সিং
পবন পারখি
রাজেশ শিখরে
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
পর্বের সংখ্যা৫৬
নির্মাণ
প্রযোজকমীনাক্ষী সাগর
মতি সাগর
চিত্রগ্রাহকদীপক মালওয়াঙ্কর
অশোক মিশ্র
সম্পাদকসন্তোষ সিং
ক্যামেরা সেটআপমাল্টি ক্যামেরা
নির্মাণ কোম্পানিসাগর পিকচার
মুক্তি
মূল নেটওয়ার্কজি টিভি
ছবির ফরম্যাট576i
1080i HDTV
মূল মুক্তির তারিখ১২ আগস্ট ২০১২ (2012-08-12) –
১ সেপ্টেম্বর ২০১৩ (2013-09-01)
বহিঃসংযোগ
ওয়েবসাইট

অভিনয়ে

সম্পাদনা
  • ঋষি গৌতমের স্ত্রী অহল্যা চরিত্রে রুচা গুজরাহী
  • হিমাংশু সোনি বিষ্ণু রূপে , দেবী লক্ষ্মীর সহধর্মিণী যিনি ভগবান রাম রূপে পুনর্জন্ম গ্রহণ করেছিলেন
  • রাম রূপে গগন মালিক , ভগবান বিষ্ণুর অবতার
  • সীতার চরিত্রে নেহা সরগম , দেবী লক্ষ্মীর অবতার, রামের স্ত্রী
  • ভগবান রামের ছোট ভাই, দশরথ ও কৈকেয়ীর ছেলে ভরত চরিত্রে নিশান্ত কুমার
  • লক্ষ্মণ চরিত্রে নীল ভট্ট , ভগবান রামের ছোট ভাই, দশরথ এবং সুমিত্রার বড় ছেলে
  • শত্রুঘ্ন চরিত্রে গৌরব রূপদাস , ভগবান রামের ছোট ভাই, দশরথ এবং সুমিত্রার ছোট ছেলে
  • ঊর্মিলার চরিত্রে পল্লবী সাপ্রা , সীতার বোন এবং লক্ষ্মণের স্ত্রী
  • হনুমানের চরিত্রে মালহার পান্ড্য , ভগবান রামের ভক্ত
  • দেবী অম্বা চরিত্রে মাহিকা শর্মা
  • বশিষ্ঠ চরিত্রে মানব সোহল
  • ঋষভ শুক্লা দশরথ , অযোধ্যার রাজা, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের পিতা
  • জনক হিসেবে রাধা কৃষ্ণ দত্ত , মিথিলার রাজা, সীতা ও উর্মিলার পিতা
  • সুনয়না , সীতা ও উর্মিলার মা চরিত্রে নিতিকা আনন্দ মুখার্জি
  • কৌশল্যা চরিত্রে নীলিমা পারন্দেকর , ভগবান রামের মা, রাজা দশরথের প্রথম স্ত্রী
  • কৈকেয়ীর চরিত্রে শিখা স্বরূপ , রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী, ভরতের মা
  • সুমিত্রার চরিত্রে অঞ্জলি গুপ্ত , রাজা দশরথের তৃতীয় স্ত্রী, লক্ষ্মণ ও শত্রুঘ্নের মা
  • মাল্যবান চরিত্রে অজয় ​​পাল সিং অন্দোত্রা
  • দেবী অপ্সরার ছদ্মবেশে চন্দ্রদেবের চরিত্রে দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া
  • মেঘনাদের চরিত্রে ভিজে ভাটিয়া
  • রাবণের চরিত্রে শচীন ত্যাগী
  • অগস্তার চরিত্রে হেমন্ত চৌধুরী
  • পরশুরামের চরিত্রে অমিত পাচোরি
  • বিশ্বামিত্রের চরিত্রে তারকেশ চৌহান
  • অঙ্গদের চরিত্রে আনন্দ গোরাদিয়া
  • মন্থরার চরিত্রে সুনিতা রাজওয়ার
  • নিষাদরাজ চরিত্রে বিকাশ শ্রীবাস্তব
  • শশিকেতুর চরিত্রে অনুপ শুক্লা
  • শুক্রাচার্যের চরিত্রে সুনীল বব গাধাবলী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. World, Republic। "Another Ramayan television series to be re-telecast from Ram Navami"Republic World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪ 
  2. "After Ramanand Sagar's Ramayana, Zee TV's 2012 Version Will Also Get A Re-Telecast On Ram Navami"Koimoi (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা