রামায়ণ (২০১২-এর টেলিভিশন ধারাবাহিক)
২০১২-এর রামায়ণ অবলম্বনে টেলিভিশন ধারাবাহিক
রামায়ণ: সবার জীবনের আধার হলো একটি ভারতীয় টেলিভিশন সিরিজ যা সাগর পিকচার্স দ্বারা নির্মিত ও জি টিভিতে প্রচারিত হয় । এটি রামচরিতমানসের একটি রূপান্তর ।[১][২]
রামায়ণ | |
---|---|
অন্য নাম | রামায়ণ: জীবনের আধার |
ভিত্তি | রামায়ণ |
পরিচালক | মুকেশ সিং পবন পারখি রাজেশ শিখরে |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
পর্বের সংখ্যা | ৫৬ |
নির্মাণ | |
প্রযোজক | মীনাক্ষী সাগর মতি সাগর |
চিত্রগ্রাহক | দীপক মালওয়াঙ্কর অশোক মিশ্র |
সম্পাদক | সন্তোষ সিং |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
নির্মাণ কোম্পানি | সাগর পিকচার |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি টিভি |
ছবির ফরম্যাট | 576i 1080i HDTV |
মূল মুক্তির তারিখ | ১২ আগস্ট ২০১২ ১ সেপ্টেম্বর ২০১৩ | –
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
অভিনয়ে
সম্পাদনা- ঋষি গৌতমের স্ত্রী অহল্যা চরিত্রে রুচা গুজরাহী
- হিমাংশু সোনি বিষ্ণু রূপে , দেবী লক্ষ্মীর সহধর্মিণী যিনি ভগবান রাম রূপে পুনর্জন্ম গ্রহণ করেছিলেন
- রাম রূপে গগন মালিক , ভগবান বিষ্ণুর অবতার
- সীতার চরিত্রে নেহা সরগম , দেবী লক্ষ্মীর অবতার, রামের স্ত্রী
- ভগবান রামের ছোট ভাই, দশরথ ও কৈকেয়ীর ছেলে ভরত চরিত্রে নিশান্ত কুমার
- লক্ষ্মণ চরিত্রে নীল ভট্ট , ভগবান রামের ছোট ভাই, দশরথ এবং সুমিত্রার বড় ছেলে
- শত্রুঘ্ন চরিত্রে গৌরব রূপদাস , ভগবান রামের ছোট ভাই, দশরথ এবং সুমিত্রার ছোট ছেলে
- ঊর্মিলার চরিত্রে পল্লবী সাপ্রা , সীতার বোন এবং লক্ষ্মণের স্ত্রী
- হনুমানের চরিত্রে মালহার পান্ড্য , ভগবান রামের ভক্ত
- দেবী অম্বা চরিত্রে মাহিকা শর্মা
- বশিষ্ঠ চরিত্রে মানব সোহল
- ঋষভ শুক্লা দশরথ , অযোধ্যার রাজা, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের পিতা
- জনক হিসেবে রাধা কৃষ্ণ দত্ত , মিথিলার রাজা, সীতা ও উর্মিলার পিতা
- সুনয়না , সীতা ও উর্মিলার মা চরিত্রে নিতিকা আনন্দ মুখার্জি
- কৌশল্যা চরিত্রে নীলিমা পারন্দেকর , ভগবান রামের মা, রাজা দশরথের প্রথম স্ত্রী
- কৈকেয়ীর চরিত্রে শিখা স্বরূপ , রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী, ভরতের মা
- সুমিত্রার চরিত্রে অঞ্জলি গুপ্ত , রাজা দশরথের তৃতীয় স্ত্রী, লক্ষ্মণ ও শত্রুঘ্নের মা
- মাল্যবান চরিত্রে অজয় পাল সিং অন্দোত্রা
- দেবী অপ্সরার ছদ্মবেশে চন্দ্রদেবের চরিত্রে দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া
- মেঘনাদের চরিত্রে ভিজে ভাটিয়া
- রাবণের চরিত্রে শচীন ত্যাগী
- অগস্তার চরিত্রে হেমন্ত চৌধুরী
- পরশুরামের চরিত্রে অমিত পাচোরি
- বিশ্বামিত্রের চরিত্রে তারকেশ চৌহান
- অঙ্গদের চরিত্রে আনন্দ গোরাদিয়া
- মন্থরার চরিত্রে সুনিতা রাজওয়ার
- নিষাদরাজ চরিত্রে বিকাশ শ্রীবাস্তব
- শশিকেতুর চরিত্রে অনুপ শুক্লা
- শুক্রাচার্যের চরিত্রে সুনীল বব গাধাবলী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ World, Republic। "Another Ramayan television series to be re-telecast from Ram Navami"। Republic World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪।
- ↑ "After Ramanand Sagar's Ramayana, Zee TV's 2012 Version Will Also Get A Re-Telecast On Ram Navami"। Koimoi (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪।