রাবি ইবনে সাবরাহ আল-জুহানি (আরবি: ربيع بن سبرة الجهني) হাদীসের বর্ণনাকারীদের মধ্যে একজন ছিলেন। তাঁর পিতা সাবরাহ ইবনে মা'বাদ মুহাম্মদের অন্যতম সাহাবী ছিলেন, যার ফলে তিনি একজন তাবেয়ী ছিলেন।[১]

রাবি মদিনায় থাকতেন। তাঁর হাদিস সহিহ মুসলিম ও ৪টি সুনানে গ্রন্থে বর্ণিত রয়েছে। তিনি নিসাই, ইমাম আয-যাহাবি, ইবনে হাজার আসক্বালানীর মতো হাদীস পণ্ডিতদের দ্বারা বিশ্বস্ত বর্ণনাকারী হিসাবে অভিহিত হয়েছেন।[১]

রাবির আবদ আল-মালিক ইবনে রাবি এবং আবদ আল-আজিজ ইবনে রাবি নামে দুইজন পুত্র ছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা