রাধাপদ রায়

বাংলাদেশী স্বভাবকবি

রাধাপদ রায় হলেন একজন বাংলাদেশী বাঙালি পল্লিকবি। তিনি আঞ্চলিক ভাষায় শতাধিক গানকবিতা লিখেছেন। আঞ্চলিক ভাষায় তাৎক্ষণিক গান, কবিতা ও ছড়া তৈরি করে মানুষকে মুগ্ধ করায় স্থানীয় লোকজনের কাছে তিনি ‘স্বভাবকবি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর লেখা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে।[১][২]

স্বভাবকবি

রাধাপদ রায়
জন্ম (1947-08-09) ৯ আগস্ট ১৯৪৭ (বয়স ৭৬)
ভিতরবান্দা ইউনিয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম
জাতীয়তাবাংলাদেশী
পেশাকবি, লেখক
পরিচিতির কারণতাৎক্ষণিক গান, কবিতা ও ছড়া তৈরির ক্ষমতা
সন্তানজুগল রায়

তিনি রঙতাল নামক নতুন একটি বাদ্যযন্ত্র তৈরি করেছেন।[৩]

প্রাথমিক জীবন সম্পাদনা

রাধাপদ রায় ১৯৪৭ সালের ৯ আগস্ট কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩][৪] তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তার স্ত্রী মিনতি রানী ও ছেলে জুগল রায়।[৫]

সমাজের নানা অসংগতি, অনাচার নিজের কবিতায় তুলে ধরে আঞ্চলিক ভাষায় তাঁর লেখা গান ও কবিতা গুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলে ও জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি নিজের লেখা গান ও কবিতা মানুষকে শুনিয়ে উপার্জনে করেন।[৫]

হামলা সম্পাদনা

২০২৩ সালের সেপ্টেম্বরে পূর্ববিরোধের জের ও গান-বাজনার সংস্কৃতির বিরোধি কিছু দুর্বৃত্ত "হিন্দু কবিকে পেটালে কিছু হয় না" বলে মারধর করে তাকে আহত করেন।[৬] পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাধাপদ বলেছেন, "শরীরের ব্যথা কমলেও মনের ব্যথা যাবে না।" দেশের সর্বস্তরের মানুষ হামলার তীব্র নিন্দা ও অপরাধীদের শাস্তি দাবি জানান।[৭][৮][৯] ৪ অক্টোবর কুড়িগ্রাম পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।[১০][১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সংবাদদাতা (২০২৩-১০-০৩)। "কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর হামলা"Prothomalo। ২০২৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৫ 
  2. "কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় মামলা"ইনডিপেনডেন্ট টেলিভিশন। ২ অক্টোবর ২০২৩। ৫ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  3. রায়, এস দিলীপ (২০২২-০১-১৭)। "রাধাপদ রায়ের তৈরি নতুন এক বাদ্যযন্ত্র 'রঙতাল'"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৬ 
  4. "চারণকবি রাধাপদ রায় অনেকটা সুস্থ"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৫ 
  5. "নাগেশ্বরীতে স্বভাবকবি রাধাপদ রায়ের ওপর সন্ত্রাসীদের হামলা"দৈনিক ইত্তেফাক। ২০২৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৫ 
  6. রায়, এস দিলীপ (২০২৩-১০-০২)। "শরীরের ব্যথা কমলেও মনের ব্যথা যাচ্ছে না চারণকবি রাধাপদ রায়ের"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৫ 
  7. "চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলা ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ৩১ লেখকের বিবৃতি"দৈনিক ইত্তেফাক। ২০২৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৫ 
  8. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১০-০৩)। "কবি রাধাপদ রায়ের ওপর হামলা: উদ্বেগ ও নিন্দা জানিয়ে ২৫ নাগরিকের বিবৃতি"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৫ 
  9. "কবি রাধাপদ রায়ের ওপর হামলা: সামাজিক–সাংস্কৃতিক সংগঠনগুলোর নিন্দা"ইনডিপেনডেন্ট টেলিভিশন। ৪ অক্টোবর ২০২৩। ৫ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  10. সংবাদদাতা, নিজস্ব; লালমনিরহাট (২০২৩-১০-০৪)। "কবি রাধাপদ রায়ের ওপর 'হামলাকারী' রফিকুল গ্রেপ্তার"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৬ 
  11. "চারণ কবি রাধাপদ রায়কে মারপিটের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার"ABNEWS24। ২০২৩-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৬