রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়

রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়(ইংরেজি: Rajiv Gandhi University) ১৯৮৪ সালে স্থাপিত ভারতএর, অরুণাচল প্রদেশএর দৈমুখে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়টির আধারশিলা সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্থাপন করিছিলেন।[] এইখানেই হল অরুণাচল প্রদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এবং পূর্বে একে অরুণাচল বিশ্ববিদ্যালয় বলা হত।

রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়
স্থাপিত৪ ফেব্রুয়ারি ১৯৮৪
উপাচার্যপ্র্ফেসর. টামো মিবাং
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯০
শিক্ষার্থী৯৯৪
অবস্থান
রোনো-পাহার, দইমুখ
, ,
২৭°০৮′৫০″ উত্তর ৯৩°৪৬′০১″ পূর্ব / ২৭.১৪৭২২° উত্তর ৯৩.৭৬৬৯৪° পূর্ব / 27.14722; 93.76694
শিক্ষাঙ্গনগ্রাম্য
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ
ওয়েবসাইটwww.rgu.ac.in
মানচিত্র

রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় হিসাবে নামকরণ হওয়ার আগে বিশ্ববিদ্যালয়টি শিলঙের উত্তর পূর্বীয় পার্বত্য বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। বর্তমান রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধীনে অরুণাচল প্রদেশর আরেক মহাবিদ্যালয় আছে।[] সেই মহাবিদ্যালয়র নাম হল, অরুণাচল ল একাডেমি (নাহরলগুন)[], জবাহরলাল নেহরু মহাবিদ্যালয় (পাসিঘাট), ডনবস্কো কলেজ (ইটানগর), ডেরা নাটুং সরকারী মহাবিদ্যালয় (ইটানগর), ইন্দিরা গান্ধী সরকারী মহাবিদ্যালয় (তেজু), গভর্মেন্ট মহাবিদ্যালয় (বোমডিলা), দঞি পোলো সরকারী মহাবিদ্যালয় (কামকি), রাংফ্রাহ সরকারী মহাবিদ্যালয় (চাংলাং জিলা)।[] বিশ্ববিদ্যালয়টিতে অরুণাচল প্রদেশ ছাড়াও কাছের রাজ্য অসমএর বহু ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করতে দেখা যায়।

৯ এপ্রিল ২০০৭ তারিখে রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টিকে পূর্বের অরুণাচল বিশ্ববিদ্যালয় নামের থেকে রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছিল।

বিদ্যাপীঠসমূহ

সম্পাদনা

ফ; শিক্ষা বিদ্যাপীঠ

  • শিক্ষা বিভাগ
ভাষাবিজ্ঞান বিদ্যাপীঠ
  • ইংরাজী বিভাগ
  • হিন্দী বিভাগ
সমাজ বিজ্ঞান বিদ্যাপীঠ
  • নৃতত্ত্ব বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • বুরঞ্জী বিভাগ
  • রাজনীতি বিজ্ঞান বিভাগ
  • সমাজশাস্ত্র বিভাগ
মোলিক বিজ্ঞান বিদ্যাপীঠ
  • গণিত বিভাগ
  • পদার্থ বিজ্ঞান বিভাগ
  • রসায়ন বিজ্ঞান বিভাগ
পরিবেশ বিজ্ঞান বিদ্যাপীঠ
  • ভূগোল বিভাগ
জীববিজ্ঞান বিদ্যাপীঠ
  • উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
  • প্রাণী বিজ্ঞান বিভাগ
ব্যবস্থাপনা বিদ্যাপীঠ
  • বাণিজ্য বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
অভিযান্ত্রিকি এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যাপীঠ
  • কম্পিউটার বিজ্ঞান এবং অভিযান্ত্রিকি বিভাগ

প্রতিষ্ঠান এবং কেন্দ্রসমূহ

সম্পাদনা
  • অরুণাচল জনজাতীয় শিক্ষা প্রতিষ্ঠান
  • দূর শিক্ষা প্রতিষ্ঠান
  • জৈব বৈচিত্র্য উৎকর্ষ সাধন কেন্দ্র
  • কম্পিউটার এবং তথ্য কেন্দ্র
  • নারী শিক্ষা কেন্দ্র

আন্তঃরাষ্ট্রীয় জলপানি

সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টির জন্য শিক্ষার ক্ষেত্রে ইউরোপ যাওয়ার স্কলারশিপের ব্যবস্থা আছে। [১]

ছাত্রাবাস

সম্পাদনা

ছাত্রীনিবাস

  • পারে হল ছাত্রীনিবাস
  • কামেং হল ছাত্রীনিবাস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rajiv Gandhi University At a Glance"Rajiv Gandhi University। Rajiv Gandhi University। ২০০৭। ৯ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩ 
  2. "Affiliated Colleges - Rajiv Gandhi University"Rajiv Gandhi University। Rajiv Gandhi University। ২০০৭। ৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩ 
  3. "Higher educational institutes in Arunachal Pradesh" (পিডিএফ)। Directorate of Higher and Technnical Education, Arunachal Pradesh। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১২, ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা

শ্রেণী:অরুণাচল প্রদেশের মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়সমূহ