রাজারহাট ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন

৩ নং রাজারহাট ইউনিয়ন পরিষদ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]

রাজারহাট ইউনিয়ন
ইউনিয়ন
৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারাজারহাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩১.২৮ বর্গকিমি (১২.০৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪২,৭৩৭
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও যোগাযোগ সম্পাদনা

রাজারহাট ইউনিয়নের পূর্ব ও দক্ষিণে চাকিরপশার ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে ছিনাই ইউনিয়ন পরিষদ ও উত্তরে কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ অবস্থিত। কুড়িগ্রাম জেলা শহর হতে প্রায় ১২কি:মি: দুরত্বে অবস্থিত। রাজারহাট উপজেলা হতে ২কি:মি: দুরত্বে রাজারহাট ইউনিয়ন পরিষদ অবস্থিত। অতি মনোরম প্রাকৃতিক সৌদর্যে ঢাকা গ্রামীণ পরিবেশের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে। সড়ক ও রেল পথে কিংবা রিক্সা, অটোরিক্সায় অত্র ইউনিয়ন পরিষদের অতি সহজে যাতায়ত করা যায়।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয় মোট = ১৭টি,

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি

উচ্চ বিদ্যালয়ঃ ৫ টি,

বেসরকারী উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি

সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ঃ ১ টি,

নিম্ন মাধ্যমিক বিদ্যাঃ ২ টি

কলেজঃ ৫টি

মাদ্রাসা মোট = ৯ টি। ফাজিল মাদ্রাসা - ২ টি, দাখিল মাদ্রাসা - ৩ টি, হাফেজী মাদ্রাসা - ৪ টি। [৩]

র্ধমীয় প্রতিষ্ঠান সম্পাদনা

মসজিদ মোট = ৬০ টি

মন্দির মোট = ২৫ টি।[৩]

মৌজাসমূহ সম্পাদনা

  1. মেকুরটারি
  2. ফুলবাড়ী উপন চৌকি
  3. হরিশ্বর তালুক
  4. কিসামত পুনকর
  5. দেবী চরন
  6. পুটিকাটা
  7. দিনা
  8. ছাটমল্লিক বেগ
  9. সওদাগর
  10. নাফাডাঙ্গা
  11. নাটুয়া মহাল
  12. কানুরাম
  13. দক্ষিণ প্রাণপতি
  14. চান্দামারী
  15. খালিসা
  16. হাড়িডাঙ্গা
  17. দূর্গা চরন
  18. স্বরুপ চামারু
  19. পাইক পাড়া
  20. দূর্গারাম
  21. গোবরধন দোলা
  22. দুধখাওয়া
  23. ছাট্মাধাই
  24. মাধাই
  25. কেন্দ্রা
  26. কোনারাম।[৩]

বিভিন্ন প্রতিষ্ঠান সম্পাদনা

তহশিল অফিস ১ টি

কমিউনিটি ক্লিনিক ৫টি

ডাকঘর ১টি

ব্যাংক ৩ টি

রেল স্টেশন ১টি[৩]

ইউনিয়নের জমির পরিমান সম্পাদনা

মোট জমি ৩০৮৮ হেক্টর

  1. এক ফসলী = ৫২৯ হেক্টর
  2. দু"ফসলী = ১৪৬০ হেক্টর
  3. তিন ফসলী = ৬৩৬ হেক্টর
  4. পতিত জমি = ৪৩৬ হেক্টর।[৩]

হাটবাজার সম্পাদনা

  1. রাজারহাট রাজার
  2. চাঁন্দামারী বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

রাজারহাট উপজেলা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাজারহাট উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪ 
  2. "রাজারহাট ইউনিয়ন"। ২০২২-০৪-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪ 
  3. "রাজারহাট ইউনিয়ন"। ২০২০-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪