রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের উত্তরবঙ্গের একমাত্র সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।[] শিক্ষা নগরী রাজশাহী নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে এই ইনস্টিটিউট সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর লোগো
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর লোগো
নীতিবাক্যপ্রযুক্তির জন্য এসো, প্রগতির জন্য যাও
ধরনসরকারি
স্থাপিত২০০৩ (2003)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
অধ্যক্ষপ্রকৌশলী মোঃ মিজানুর রহমান
শিক্ষার্থী৮০০
অবস্থান,
৬২০৩
,
২৪°২৪′৩২″ উত্তর ৮৮°৩৬′৪৫″ পূর্ব / ২৪.৪০৮৮১২° উত্তর ৮৮.৬১২৫১৫° পূর্ব / 24.408812; 88.612515
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটwww.rmpi.polytech.gov.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ৪ টি বিভাগে মোট ১৫২ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।[]

অবস্থান

সম্পাদনা

এটি রাজশাহী শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত।[]

অবকাঠামো এবং প্রশাসন

সম্পাদনা

প্রতিষ্ঠানটিতে ১টি ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ১টি ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং দুইটি ৩ তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন আছে। প্রায় ৪৮০০ বই সংবলিত একটি লাইব্রেরি আছে। ৪তলা বিশিষ্ট একটি ছাত্রীনিবাস আছে যেখানে ১৫০ জন ছাত্রী থাকতে পারে। প্রায় ৪০ জন শিক্ষক এবং ৬০ জন স্টাফের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।

বিভাগ সমূহ ও আসন

সম্পাদনা
  1. কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
  2. ইলেকট্রিক্যাল টেকনোলজি (আসন: ১০০+১০০=২০০)
  3. আর্কিটেকচার টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)
  4. ফুড টেকনোলজি (আসন: ৫০+৫০=১০০)

দুই শিফট এ মোট আসন সংখ্যা ৫০০ টি।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট"। রাজশাহী সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "শিক্ষা প্রতিষ্ঠানের নাম, টেকনোলজি ও আসন সংখ্যা (ডিপ্লোমা) - Directorate of Technical Education- - কারিগরি শিক্ষা অধিদপ্তর-"। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬ 
  3. "প্রতি জেলায় মহিলা পলিটেকনিক প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী"Bangla Tribune। ১২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬