ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষে ১৯৮৫ সালে মাত্র দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ।পিছিয়ে পরা নারী সমাজকে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিতকরণ ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার জন্য প্রতিষ্ঠান্টি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে । বর্তমানে ইনস্টিটিউটটিতে ৫টি বিভাগ চালু আছে।

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট.jpg
ধরনসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত১৯৮৫
অধ্যক্ষমোরাদ হোসেন মোল্লা[১]
অবস্থান
আগারগাও শিক্ষা পল্লী ঢাকা
,
২৩°৪৬′৫০″ উত্তর ৯০°২২′৩৫″ পূর্ব / ২৩.৭৮০৫৪৬° উত্তর ৯০.৩৭৬৪৫৩° পূর্ব / 23.780546; 90.376453
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিবাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.dmpi.gov.bd
Map

অবস্থানসম্পাদনা

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটটি ঢাকা শহরের প্রণকেন্দ্র আগারগায়ের শিক্ষা পল্লীতে অবস্থিত ।

ইতিহাসসম্পাদনা

ক্যাম্পাসসম্পাদনা

টেকনোলজি এবং আসনসংখ্যাসম্পাদনা

একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে:

  1. কম্পিউটার
  2. ইলেকট্রনিক্স
  3. ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল
  4. ইলেকট্রোমেডিক্যাল
  5. আর্কিটেকচার

ছাত্রাবাসসম্পাদনা

  • রূপসী বাংলা

বহিঃসংযোগসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাময়িক ছাড়পত্র" (পিডিএফ)bteb.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা