রাইন নদী

পশ্চিম ইউরোপের নদী
(রাইন থেকে পুনর্নির্দেশিত)

রাইন (ওলন্দাজ: Rijn, ফরাসি: Rhin, জার্মান:Rhein, ইতালীয়: Reno, লাতিন: Rhenus ) , ইউরোপের দীর্ঘতম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নদীসমূহের মধ্যে অন্যতম। এর দৈর্ঘ্য ১,৩২০ কিমি (৮২০ মাইল)। প্রতিসেকেন্ডে গড়ে এর মধ্য দিয়ে ২,০০০ ঘন মিটার পানি প্রবাহিত হয়। নদীটির নাম এসেছে সেল্টিক ভাশার রেনোস (Renos) শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ যা প্রবাহিত হচ্ছে (এই শব্দটি আবার এসেছে প্রটো-ইন্দো-ইউরোপায়ন শব্দমূল রেই (rei = প্রবাহিত হওয়া, দৌড়ানো), যার থেকে ইংরেজি Run (দৌড়ানো) শব্দটিও এসেছে)।

রাইন নদী
Loreley mit tal von linker rheinseite.jpg
দেশসুইজারল্যান্ড, ইতালি, লিশটেনস্টাইন, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস
অববাহিকার বৈশিষ্ট্য
মোহনাউত্তর সাগর, Hoek van Holland, নেদারল্যান্ডস
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য১,৩২০ কিমি (৮২০ মাইল)

রাইন ও দানিউব ছিল রোম সাম্রাজ্যের উত্তর সীমানা। তখন থেকেই রাইন নদীপথ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সামরিক প্রতিরক্ষা, এবং স্থানীয় ও আন্তর্জাতিক সীমানা নির্ধারণেও ভূমিকা রেখেছে। এর দুপাশ জুড়ে রয়েছে বহু দুর্গ, ও প্রাচীন প্রতিরক্ষা স্থাপনা।রাইন নদীর উৎস আল্পস পার্বত্য অঞ্চল।