দানিউব (জার্মান: Donau ডোনাউ; স্লোভাক ভাষায়: Dunaj দুনাই; হাঙ্গেরীয় ভাষায়: Duna দুন; ক্রোয়েশীয়: Dunav দুনাভ়্‌; সার্বীয় ভাষায়: Дунав দুনাভ়্‌; রোমানীয় ভাষায়: Dunărea দুন্যরেয়া; বুলগেরীয় ভাষায়: Дунав দুনাভ়্‌, ইউক্রেনীয় ভাষায়: Дунай দুনাই') ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। ইউরোপের প্রধান নদীগুলির মধ্যে কেবল দানিউবই পূর্ব-পশ্চিমে প্রবাহিত হয়। জার্মানির সোয়ার্টজওয়াল্ড (জার্মান ভাষায়: Schwarzwald অর্থাৎ "কৃষ্ণবন") অঞ্চলে এর উৎপত্তি। সেখান থেকে এটি পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। রুমানিয়ায় নদীর মোহনা থেকে জার্মানির উল্‌ম (জার্মান ভাষায়: Ulm উল্‌ম্‌) শহর পর্যন্ত প্রায় ২৬০০ কিমি পর্যন্ত নদীটি নৌপরিবহনের জন্য অনুকূল। দানিউবের প্রায় ৩০০-র মত উপনদী আছে, এদের মধ্যে ৬০টি নৌপরিবহনের অনুকূল। দানিউব নদীর উপত্যকার আয়তন প্রায় ৭৭৭,০০০ বর্গ কিমি এবং এই উপত্যকা জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ও ইউক্রেনে বিস্তৃত। এই নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আছে জার্মানির উল্‌ম, রেগেন্সবুর্গপাসাউ; অস্ট্রিয়ার লিন্‌ৎস ও রাজধানী ভিয়েনা; স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা; হাঙ্গেরির রাজধানী বুদাপেশ্‌ৎ; সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং রুমানিয়ার গালাতিব্রাইলা। দানিউব নদী খালের মাধ্যমে মাইন, রাইনওডার নদীর সাথে যুক্ত এবং এর ফলে কৃষ্ণ সাগরউত্তর সাগরের মধ্যে বাণিজ্যিক যোগসূত্র স্থাপিত হয়েছে। লিন্‌ৎস ও ভিয়েনার মধ্যবর্তী দানিউব উপত্যকা এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

দানিউব নদী
View from Gellért Hill to the Danube, Hungary - Budapest (28493220635).jpg
দানিউব নদী, বুদাপেস্ট
Danubemap.png
দানিউব নদীর গতিপথ
দেশ
শহর
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসBreg
Martinskapelle, Black Forest, জার্মানি
১,০৭৮ মি (৩,৫৩৭ ফু)
৪৮°০৫′৪৪″ উত্তর ০৮°০৯′১৮″ পূর্ব / ৪৮.০৯৫৫৬° উত্তর ৮.১৫৫০০° পূর্ব / 48.09556; 8.15500
২য় উৎসBrigach
St. Georgen, Black Forest, জার্মানি
৯৪০ মি (৩,০৮০ ফু)
৪৮°০৬′২৪″ উত্তর ০৮°১৬′৫১″ পূর্ব / ৪৮.১০৬৬৭° উত্তর ৮.২৮০৮৩° পূর্ব / 48.10667; 8.28083
মোহনাDanube Delta
রোমানিয়া
৪৫°১৩′৩″ উত্তর ২৯°৪৫′৪১″ পূর্ব / ৪৫.২১৭৫০° উত্তর ২৯.৭৬১৩৯° পূর্ব / 45.21750; 29.76139
অববাহিকার আকার৮,০১,৪৬৩ কিমি (৩,০৯,৪৪৭ মা)
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য২,৮৫০ কিমি (১,৭৭০ মা)[১]
নিষ্কাশন
  • অবস্থান:
    before delta
  • গড় হার:
    ৭,০০০ মি/সে (২,৫০,০০০ ঘনফুট/সে)
নিষ্কাশন (২)
  • অবস্থান:
    Passau
    30km before town
  • গড় হার:
    ৫৮০ মি/সে (২০,০০০ ঘনফুট/সে)
নিষ্কাশন (৩)
  • গড় হার:
    ১,৯০০ মি/সে (৬৭,০০০ ঘনফুট/সে)
নিষ্কাশন (৪)
  • গড় হার:
    ২,৩৫০ মি/সে (৮৩,০০০ ঘনফুট/সে)
নিষ্কাশন (৫)
  • গড় হার:
    ৫,৬০০ মি/সে (২,০০,০০০ ঘনফুট/সে)

ইতিহাসসম্পাদনা

পৃথিবীর প্রাচীনতম সভ্যতার উন্মেষ ঘটেছিল যেসব স্থানে সেসবের মধ্যে দানিউব উপত্যকা অন্যতম।

অর্থনীতিসম্পাদনা

পানীয় জলসম্পাদনা

দানিউব প্রায় ২০ মিলিয়ন মানুষের জন্য পানীয় জলের উত্‍স।[২][৩]

গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানসম্পাদনা

দানিউবের প্যানোরামা চিত্র, ভিয়েনা
দানিউবের প্যানোরামা চিত্র, হাঙ্গেরী
দানিউবের প্যানোরামা, বুদাপেস্ট
রাতের বুদাপেস্ট শহর
বেলগ্রেডে দানিউব এবং সাভা নদীর মিলনস্থল। বেলগ্রেড দুর্গ থেকে চিত্রিত, সার্বিয়া
দানিউব এবং সাভা নদীর প্যানোরামা চিত্র, কালেমেগদান, বেলগ্রেড সার্বিয়া
দানিউব নদী কার্পেথীয় পর্বতমালার দক্ষিণ-পশ্চিম প্রান্তে আয়রন গেটে প্রবেশ করছে। বামদিকে রোমানিয়া, ডানদিকে গোলুব্যাক দুর্গ এবং সার্বিয়া

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Danube River"Britannica.com 
  2. "About Us | ICPDR - International Commission for the Protection of the Danube River"www.icpdr.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৫ 
  3. "Blue River"wwf.panda.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৫ 

বহিঃসংযোগসম্পাদনা