রসুল্লাবাদ ইউনিয়ন
রসুল্লাবাদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
রসুল্লাবাদ | |
---|---|
ইউনিয়ন | |
১৫নং রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রসুল্লাবাদ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৯০°৫৫′৪৪″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৯০.৯২৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নবীনগর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪১২ |
আয়তন
সম্পাদনারসুল্লাবাদ ইউনিয়নের আয়তন ৩,৮৯১ একর (১৫.৭৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রসুল্লাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ৮,৩৫০ জন এবং মহিলা ১০,১৩৬ জন। মোট পরিবার ৪,০৭৪টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৭৪ জন।[২] রসুল্লাবাদ ইউনিয়নের গ্রামভিত্তিক জনসংখ্যা:[৩]
- রছুল্লাবাদ – ৭,৮৯৮
- লাহরি – ২,৬০২
- কালঘোরড়া – ২,৯৭১
- উত্তর দারা – ১,৮৯৮
- মোল্লা – ২,০১১
ইতিহাস
সম্পাদনারসুল্লাবাদ ইউনিয়নের কোনও নির্দিষ্ট ইতিহাস জানা যায়নি। স্থানীয়দের মতে, উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের শেষ দিকে ইউনিয়নে পাঁচটি গ্রাম ছিলো। ১৯৬৪ সালে পাঁচটি গ্রাম (রসুল্লাবাদ, উত্তর দারা, মোল্লা, লাহরি এবং কালঘোড়া, রসুল্লাবাদ) নিয়ে ইউনিয়নটি গঠিত হয়। এর পাস্টে কোড ৩৪১২। রছুল্লাবাদ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের একটি করে বাজার রয়েছে। বর্তমানে রছুল্লাবাদ ইউনিয়নে চারটি বাজার রয়েছে। [৪]
অবস্থান ও সীমানা
সম্পাদনানবীনগর উপজেলার দক্ষিণাংশে রসুল্লাবাদ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে শ্যামগ্রাম ইউনিয়ন; উত্তরে শ্রীরামপুর ইউনিয়ন; পূর্বে ইব্রাহিমপুর ইউনিয়ন, জিনোদপুর ইউনিয়ন ও সাতমোড়া ইউনিয়ন এবং দক্ষিণে রতনপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারসুল্লাবাদ ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রসুল্লাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৪%।[১] এই ইউনিয়নে মাত্র দুটি উচ্চ বিদ্যালয়ের একটি রসুল্লাবাদে অন্যটি কালঘড়ায় অবস্থিত। উচ্চ বিদ্যালয়:
১. রছুল্লাবাদ ইউ. এ. খান উচ্চ বিদ্যালয় ২. কালঘড়া হাফিজ উল্লাখ উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা:
১. রছুল্লাবাদ দাখিল মাদ্রাসা ২. মোল্লা দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়:
১ রছুল্লাবাদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২ রছুল্লাবাদ উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩ রছুল্লাবাদ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪ রছুল্লাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ কালঘড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ মোল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭ উত্তর দারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭ লাহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। rasullabadup.brahmanbaria.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮।
- ↑ "হাটবাজারের তালিকা - রসুল্লাবাদ ইউনিয়ন-"। rasullabadup.brahmanbaria.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |