রবার্ট ব্রুকস ব্রাউন

রবার্ট ব্রুকস ব্রাউন (জন্ম এপ্রিল ১৪, ১৯৫৯) হলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন চার তারকা জেনারেল। তিনি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী পেসিফিকের কমান্ডারের দায়িত্ব পালন করেন। ফেব্রুয়ারি ২০১৪ থেকে এপ্রিল ২০১৪ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সম্মিলিত সামরিক কেন্দ্রের কমান্ডিং জেনেরালের দায়িত্ব পালন করেন।[১][২]

রবার্ট ব্রুকস ব্রাউন
জেনারেল ব্রাউন
জন্ম (1954-04-14) ১৪ এপ্রিল ১৯৫৪ (বয়স ৬৯)
পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র
আনুগত্যমার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র
সেবা/শাখাUnited States Army seal ইউনাইটেড স্টেটস আর্মি
কার্যকাল১৯৮১–বর্তমান
পদমর্যাদা জেনারেল
নেতৃত্বসমূহইউনাইটেড স্টেটসস আর্মি পেসিফিক

১৯৭৭ সালে ব্রাউন মিসিগানের নসি পয়েন্টি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেন। যুক্তরাষ্ট্র মিলিটারি একাডেমীতে যোগ দেওয়ার আগে তিনি একটি বাস্কেটবল দলে খেলতেন। ১৯৮১ সালে তিনি ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমি থেকে পাশ করেন। এরপর ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ এর দশকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "I Corps "America's Corps!""army.mil। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫ 
  2. "Register of Graduates and Former Cadets of the United States Military Academy"google.ca। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫ 
  3. http://www.allgov.com/news/appointments-and-resignations/commander-us-army-combined-arms-center-who-is-robert-brown-140921?news=854311