রবার্ট কার্ল

মার্কিন রসায়নবিদ

রবার্ট ফ্লয়েড কার্ল রাইস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক। ফুলারিন আবিষ্কারের জন্য ১৯৯৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

রবার্ট ফ্লয়েড কার্ল
Robert Curl crop 2009 CHAO.jpg
রবার্ট ফ্লয়েড কার্ল
জন্ম (1933-08-23) ২৩ আগস্ট ১৯৩৩ (বয়স ৮৯)
মাতৃশিক্ষায়তনরাইস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণফুলারিন
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৯৬
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহরাইস ইউনিভার্সিটি,
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

জীবনীসম্পাদনা

কার্ল রাইস ইউনিভার্সিটি থেকে ১৯৫৪ সালে রসায়নে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৫৭ সালে রসায়নে পিএইচডি দিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে রাইস ইউনিভার্সিটি এ রসায়ন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। [১]

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা