রতন চক্রবর্তী (জন্ম ১৭ জুলাই ১৯৫১) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে ত্রিপুরা বিধানসভার সদস্য [১] এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার[২][৩][৪]

রতন চক্রবর্তী
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ
কাজের মেয়াদ
২০২১ – ২০২৩
পূর্বসূরীরেবতী মোহন দাস
উত্তরসূরীবিশ্ববন্ধু সেন
সংসদীয় এলাকাখয়েরপুর
ত্রিপুরা বিধানসভার সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৮
পূর্বসূরীপবিত্র কর
সংসদীয় এলাকাখয়েরপুর
ব্যক্তিগত বিবরণ
জন্মরতন চক্রবর্তী
(1951-07-17) ১৭ জুলাই ১৯৫১ (বয়স ৭২)
আগরতলা, ত্রিপুরা
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি ত্রিপুরার আগরতলায় ১৭ জুলাই ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তিনি শর্মিলা দেববর্মার সাথে বিবাহিত এবং তাদের তিনটি কন্যা রয়েছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tripura General Legislative Election 2018"Election Commission of India 
  2. "Ratan Chakraborty to be new Tripura Speaker"Morung Express। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬ 
  3. "Ratan Chakraborty elected as new Speaker of 12th Tripura Legislative Assembly"All India Radio। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬ 
  4. "Tripura gets new assembly speaker"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬ 
  5. "Speaker of Tripura Legislative Assembly"Tripura Legislative Assembly। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৬