রণাসন রাজ্য
রণাসন রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] বর্তমানে এটি গুজরাত রাজ্যের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটির রাজধানী ছিল রণাসন, যা রাজ্য গঠনের পর সবরকাণ্ঠা জেলায় অবস্থিত। এছাড়াও রাজ্যটিতে ছিল রাজধানী নিকটস্থ তালোদ পৌরসভা।
রণাসন রাজ্য રણાસણ | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী–১৯৪৩ | |||||||
পতাকা | |||||||
ডানদিকে অবস্থিত চিত্রাংশে নীল রঙে দর্শিত রণাসন রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ২৯০১ | ৭৮ বর্গকিলোমিটার (৩০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ২৯০১ | ৩,১৮৩ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী | ||||||
১৯৪৩ | |||||||
| |||||||
রণাসন দেশীয় রাজ্য |
ইতিহাস
সম্পাদনারাজ্যটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা বিশেষ নেই৷ রাজ্যটি রেহবার হিন্দু ক্ষত্রিয় রাজগোষ্ঠির পারমার রাজবংশীয় রাজপুত দ্বারা শাসিত হতো৷[২]
১৯৪৩ খ্রিস্টাব্দের ১০ই জুলাই বরোদা রাজ্যতে সংযুক্ত হওয়ার জন্য সংযুক্তকরণের বিষয় হিসাবে এটি ঘোষিত দেশীয় রাজ্য হয়ে ওঠে৷ বৃহত্তর এজেন্সি গঠনের লক্ষ্যে পূর্ববর্তী ও পরবর্তী বহু দেশীয় রাজ্যের মতো এটিও বরোদা এজেন্সিতে স্থানান্তরিত হয়৷[৩] রাজ্যটির শেষ শাসক ঠাকুর যশবন্ত সিং রেহবার বরোদা রাজ্যে সংযুক্তি থেকে ভারতের স্বাধীনতালাভ অবধি নামমাত্র এই রাজ্যটি শাসন করতেন৷ ১ মে ১৯৪৯ খ্রিস্টাব্দে বরোদা একীভূতকরণের দলিল স্বাক্ষরিত করে ভারতীয় অধিরাজ্যে যোগদান করলে এই রাজ্যটিও ভারতের বোম্বে রাজ্যের অংশীভূত হয়৷[তথ্যসূত্র প্রয়োজন]
শাসকবর্গ
সম্পাদনারণাসন দেশীয় রাজ্যের শাসকগণ ঠাকুর উপাধিতে ভূষিত হতেন৷[৪]
- .... – .... রাজসিংজী
- .... – .... সুরসিংজী রাজসিংজী
- .... – .... গবীরদাসজী সুরসিংজী
- .... – .... আদেসিংজী গবীরদাসজী
- .... – ১৭৬৮ ভরতসিংজী আদেসিংজী
- ১৭৬৮ – ১৮০২ খুমানসিংজী আদেসিংজী
- ১৮০২ – ১৮২৮ মাকনসিংজী খুমানসিংজী
- ১৮২৮ – ১০.. রাইসিংজী মাকনসিংজী
- ১০.. – ১৮৭৯ বাজেসিংজী সর্তানসিংজী
- ১৮৭৯ – ১৮৪২ লালসিংজী নরসিংজী
- ১৮৪২ – ১৮.. সর্তানসিংজী করণসিংজী
- ১৮..- ৫ ফেব্রুয়ারি ১৮৯০ হামিরসিংজী বাজেসিংজী
- ৫ ফেব্রুয়ারি ১৮৯০ – ২৮ এপ্রিল ১৯১৪ কিশোরসিংজী জীবতসিংজী
- ২৮ এপ্রিল ১৯১৪ – ৫ আগস্ট ১৯১৭ প্রতিসিংজী ফতেসিংজী
- ৫ আগস্ট ১৯১৭ – ১৯৩৮ তখতসিংজী ফতেসিংজী
- ২ ডিসেম্বর ১৯৩৮ – ১৯৪৭ যশবন্তসিংজী তখতসিংজী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Imperial Gazetteer of India, v. 20, p. 127.
- ↑ Rajput Provinces of India – Ranasan (Princely State)
- ↑ McLeod, John; Sovereignty, power, control: politics in the States of Western India, 1916–1947; Leiden u.a. 1999; আইএসবিএন ৯০-০৪-১১৩৪৩-৬; p. 160
- ↑ Ranasan Princely State