রকিবুদ্দিন কমিশন
রকিবুদ্দিন কমিশন হলো বাংলাদেশের একাদশ নির্বাচন কমিশন। ২০১২ সালের অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি এই কমিশন গঠন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ সহ এই কমিশনের সদস্য সংখ্যা ৫ জন। এই কমিশনের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হয়। এই কমিশনের মেয়াদকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়৷ ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই এই কমিশন ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে, যেখানে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১] বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই কমিশনকে অভিযুক্ত করা হয়।[২]
গঠিত | ৯ ফেব্রুয়ারি ২০১২ |
---|---|
বিলুপ্ত | ৯ ফেব্রুয়ারি ২০১৭ |
ধরন | সরকারি |
সদরদপ্তর | ঢাকা |
যে অঞ্চলে কাজ করে | ![]() |
সদস্যপদ | ৫ |
কাজী রকিবুদ্দিন আহমদ | |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশের রাষ্ট্রপতি |
ওয়েবসাইট | www |
প্রেক্ষাপট
সম্পাদনা২০১২ সালের ৫ ফেব্রুয়ারি দশম নির্বাচন কমিশন শামসুল হুদা কমিশনের মেয়াদ শেষ হয়। তার পূর্বে একাদশ নির্বাচন কমিশন গঠনের জন্য ২০১১ সালের ২২ ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রাষ্ট্রপতি ২২ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে ৪ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেন। অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতিকে একটি সুপারিশ জমা দেন। ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপারিশ থেকে ৫ জনকে নির্বাচন কমিশনে নিয়োগ দেন।
সদস্যবৃন্দ
সম্পাদনাবাংলাদেশের সংবিধান অনুযায়ী এই কমিশনের সদস্য সংখ্যা ৫ জন। কমিশনের সদস্য:[৩]
প্রধান নির্বাচন কমিশনার: সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ।
নির্বাচন কমিশনার: সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাভেদ আলি এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ৷
প্রতিক্রিয়া
সম্পাদনাকার্য বিবরণী
সম্পাদনামূল্যায়ন
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইতিহাসের পাতায় বাংলাদেশের নির্বাচন কমিশন"। ডয়েচে ভেলে বাংলা। ৬ নভেম্বর ২০১৮।
- ↑ "নির্বাচন-ব্যবস্থাকে ধ্বংস করে রকিব কমিশনের বিদায়"। দৈনিক প্রথম আলো। ৯ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "কাজী রকিব উদ্দিন আহমদ নতুন প্রধান নির্বাচন কমিশনার"। ডয়েচে ভেলে বাংলা। ৮ ফেব্রুয়ারি ২০১২।