যুগ্ম ক্ষুরযুক্ত চতুষ্পদ
(যুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদ থেকে পুনর্নির্দেশিত)
আর্টিওডাক্টাইলা বা যুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদরা হচ্ছে খুর-যুক্ত চতুষ্পদী স্তন্যপায়ী প্রাণী যাদের ওজন তৃতীয় ও চতুর্থ পদাঙ্গুলি প্রায় সমানভাবে বহন করে। এর বিপরীতে অযুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদ, যেমন ঘোড়ার ক্ষেত্রে তৃতীয় পদাঙ্গুলিই প্রাথমিকভাবে ওজন বহন করে। জলচর সেটাশিয়া ক্লেডের সদস্যদের বিবর্তন হয়েছিল যুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদী পূর্বপুরুষ থেকে। তাই আধুনিক শ্রেণিবিন্যাস আর্টিওডাক্টাইলা এবং সেটাশিয়া দুটোকে অন্তর্ভুক্ত করেছে সেটার্টিওডাক্টাইলা বর্গে।
যুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদ সময়গত পরিসীমা: ৫.৫–০কোটি ইওসিন-এর গোড়ার দিক-হলোসিন | |
---|---|
বাঁ হতে দক্ষিণাবর্তে: জিরাফ (জিরাফা ক্যামেলোপারডালিস), মার্কিন বাইসন (বাইসন বাইসন), আরব উট (ক্যামেলাস ড্রোমেডারিয়াস), বুনো শূকর (সাস স্ক্রোফা), ঘাতক তিমি (অরসাইনাস অকরা), লাল হরিণ (সার্ভাস এলাফাস) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | আর্টিওডাক্টাইলা রিচার্ড ওয়েন, ১৮৪৮ |
সাবক্লেডসমূহ | |
|
প্রাণীকুল
সম্পাদনামোটামুটিভাবে ২২০টি যুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদী প্রজাতি আছে। এদের অনেকে মানুষের কাছে খাদ্য হিসেবে এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্ব রাখে :
চিত্রসমূহ
সম্পাদনা-
আণবিক ও অঙ্গসংস্থান সংক্রান্ত গবেষণা করে দেখা গেছে কুঁজো তিমি জীববিদ্যাগতভাবে জলহস্তীর সবচেয়ে কাছের জীবিত আত্মীয়
-
জলহস্তী ভূতাত্ত্বিকভাবে একটি অল্পবয়স্ক গোষ্ঠী
-
কিছু আরটিওডাক্টাইল যেমন ভেড়াকে হাজার বছর ধরে পোষ মানানো হয়েছে