যাদুকরের মৃত্যু
যাদুকরের মৃত্যু হুমায়ুন আজাদ রচিত একমাত্র গল্পগ্রন্থ। ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে (ফাল্গুন, ১৪০২ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট পাঁচটি গল্প সংকলিত হয়েছে যা ১৯৭৯ থেকে ১৯৯৫ সালের মধ্যে রচিত। হুমায়ুন আজাদ প্রতিটি গল্পই রূপক বা প্রতীকীভাবে প্রকাশ করেছিলেন। এটি তার একমাত্র প্রকাশিত গল্পগ্রন্থ। তিনি এই বই উৎসর্গ করেছেন তার মা জোবেদা খাতুনকে।[২]
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
মূল শিরোনাম | যাদুকরের মৃত্যু |
প্রচ্ছদ শিল্পী | কাইয়ুম চৌধুরী |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | ছোটগল্প |
প্রকাশিত | ফেব্রুয়ারি, ১৯৯৬ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ৬৪[১] |
আইএসবিএন | ৯-৮৪৪-০১৩২৭-৫ |
পূর্ববর্তী বই | মানুষ হিশেবে আমার অপরাধসমূহ (১৯৯৬) |
পরবর্তী বই | শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার (১৯৯৭) |
সারাংশ
সম্পাদনাহুমায়ুন আজাদের ১৯৭৯ সালে নবদম্পতির মধুচন্দ্রিমা ভ্রমণ নিয়ে লেখা গল্প 'অনবরত তুষারপাত' এই বইয়ের প্রথম গল্প এবং পরের গল্পগুলো সমাজে চলা বিভিন্ন সুখ-দুঃখ, শান্তি-অশান্তি নিয়ে, সর্বশেষ গল্প 'আমার কুকুরগুলো' গল্পটি ছিলো এক তরুণীর পুরুষবিদ্বেষ নিয়ে; তৃতীয় গল্প যাদুকরের মৃত্যু গল্পের নামেই এই বইয়ের শিরোনাম রাখা হয়েছে যেটি ১৯৯০ সালে লিখেছিলেন হুমায়ুন আজাদ।[৩][৪]
গল্পসমূহ
সম্পাদনাগল্পগুলোর ভূমিকা-চিত্র অঙ্কন করেছিলেন কাইয়ুম চৌধুরী ('অনবরত তুষারপাত' এবং 'মহান শয়তান'), নাজিব তারেক ('আমার কুকুরগুলো'), অশোক কর্মকার ('জঙ্গল অথবা লাখ লাখ ছুরিকা') এবং রফিকুন নবী ('যাদুকরের মৃত্যু')।
- অনবরত তুষারপাত- ১৯৭৯
- মহান শয়তান - ১৯৮১
- যাদুকরের মৃত্যু - ১৯৯০
- জঙ্গল অথবা লাখ লাখ ছুরিকা - ১৯৯২
- আমার কুকুরগুলো - ১৯৯৫
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যাদুকরের মৃত্যু - হুমায়ুন আজাদ"। rokomari.com।
- ↑ "উৎসর্গ"। যাদুকরের মৃত্যু। ঢাকা: আগামী প্রকাশনী। ফেব্রুয়ারি ১৯৯৬। পৃষ্ঠা ৫। আইএসবিএন 9-844-01327-5।
আমার মা জোবেদা খাতুনকে
- ↑ "এখন হুমায়ুন আজাদ"। দৈনিক সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০১৪।
- ↑ পিয়াস মজিদ (আগস্ট ১১, ২০১৫)। "এখন হুমায়ুন আজাদ"। risingbd.com। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০২৪।
হুমায়ুন আজাদের গল্পগ্রন্থ ‘যাদুকরের মৃত্যু’ (১৯৯৬)-র নাম গল্প ‘যাদুকরের মৃত্যু’ শৈল্পিক ঋদ্ধিতে ধারণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; তাঁর সুদীর্ঘ সংগ্রাম ও অনশ্বর স্বপ্নকে।