যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

যাত্রাপুর কুড়িগ্রাম সদর উপজেলার একটি ইউনিয়ন। এটি ৯ নম্বর ইউনিয়ন। কুড়িগ্রাম শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের কোল ঘেসে এই ইউনিয়ন টি গড়ে উঠেছে । এতে ৯ টি ওয়ার্ড রয়েছে। বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আলহাজ্ব আব্দুল গফুর

যাত্রাপুর ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাকুড়িগ্রাম সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল যাত্রাপুর বাজার। সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দুদিন হাট বসে। নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিনতে পাওয়া যায়। নদীর তাজা মাছ এই বাজারের সবচেয়ে বড় আকর্ষন। অর্থনীতির কেন্দ্রবিন্দু এই বাজারে কোরবানীর পশু বেচা-কেনা হয়। দুর দুরান্তর থেকে তৈজষ পত্র কিনতে অনেক লোক সমাগম হয়।

যোগাযোগব্যবস্থা

সম্পাদনা

স্থানীয় লোকজন ব্যাটারিচালিত অটোরিক্সা ব্যবহার করে। প্রতিদিন শহরের বাসস্ট্যান্ড, শাপলা এবং ঘোষপাড়া থেকে এই অটোরিক্সা গুলো ছাড়ে। সময় লাগে ক্ষেত্র বিশেষে ২০-৩০ মিনিট। মোটরবাইকে সময় লাগে ১৫-২০ মিনিট।

গুগল ম্যাপ থেকে অবস্থান দেখে নিতে পারেন

RP8H+HWQ Jatrapur Union Parishad Complex, Kurigram

তথ্যসূত্র RP8H+HWQ Jatrapur Union Parishad Complex, Kurigram

সম্পাদনা