যাক্কুম হলো এমন একটি গাছ যার সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে, এটি জাহান্নামে জন্মায় এবং এটিকে আগুন গ্রাস করে না। এটি অবিশ্বাসী ও অবাধ্যদের শাস্তির কারণ। এর ফল তিক্ত। কুরআনে উল্লেখ করা হয়েছে যে এটি পাপীদের খাদ্য হবে।

পবিত্র কুরআনে উল্লেখ সম্পাদনা

  • আল্লাহ বলেছেন :

﴿أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ ۝٦٢ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ ۝٦٣ إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ ۝٦٤ طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ ۝٦٥ فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ۝٦٦ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ ۝٦٧ ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ ۝٦٨[১]


অভিশপ্ত গাছ সম্পাদনা

আল্লাহ বলেছেন : وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا ٦٠

হাদিসে যাক্কুম সম্পাদনা

  • লোকেরা ঘর প্রদক্ষিণ করছিল। ইবনে আব্বাস রাসুলের সাথে বসে ছিলেন। : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ﷺ ওয়াসাল্লাম বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর যেমন ভয় করা দরকার এবং তোমরা পুরাপুরি আনুগত্য করা ব্যতীত মৃত্যুবরণ করো না। যদি দুনিয়ায় একফোঁটা যাক্কুমও পড়ে যেত, তাহলে তা পৃথিবীর মানুষের জীবিকা নির্বাহ করা তিক্ত হত। সুতরাং যাদের খাদ্য যাক্কুম ছাড়া কোন খাবার হবে না তাদের কী হবে। [২]

বর্ণনা সম্পাদনা

পবিত্র কোরানের আয়াত থেকে নেওয়া হয়েছে যে এই গাছটি একটি মন্দ গাছ। এর শিকড় আগুনের তলদেশে পৌঁছেছে এবং এর শাখা-প্রশাখা জাহান্নামে ছড়িয়ে রয়েছে। এই গাছের ফল দেখতে কুৎসিত। এই কারণে এটাকে শয়তানদের মাথার সাথে তুলনা করা হয়। তাদের মাথার কুশ্রীতা তাদের না দেখলেও তাদের আত্মার মধ্যে বসতি স্থাপন করে। এই গাছ মন্দ, এর পরাগও মন্দ।তবে জাহান্নামীরা ক্ষুধায় এমন পর্যায়ে পড়ে যে, তাদের পেট ভরা অবস্থায় খাওয়া থেকে তাদের রেহাই নেই। যখন তাদের পেট ভরে যায়, তখন তাদের পেটে তেল ফুটার মতোই ফুটতে শুরু করে। ফলস্বরূপ তারা প্রচণ্ড ব্যথা অনুভব করে। যখন তাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছায়, তখন তারা গরম পানিতে ছুটে যায়। যে তার তাপ হারিয়ে ফেলে, তাই তারা তা থেকে উটের পানের মতো পান করে। এমন রোগ নিবারণ করে না যা তাদের আক্রান্ত করে। তারপর জ্বর তাদের অন্ত্র কাটা. [৩]

তথ্যসূত্র সম্পাদনা