য়ে-শেস-ব্জাং-পো

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

য়ে-শেস-ব্জাং-পো (তিব্বতি: ཡེ་ཤེས་བཟང་པོওয়াইলি: ye shes bzang po) (১৪১৫-১৪৯৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের দশম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

য়ে-শেস-ব্জাং-পো ১৪১৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের ল্দান-মা (ওয়াইলি: ldan ma) নামক স্থানে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করেন এবং দ্রেপুং বৌদ্ধবিহারে ম্খান-ছেন-দ্পাল-ব্লো (ওয়াইলি: mkhan chen dpal blo) নামক ভিক্ষুর নিকট হতে অভিসময়ালঙ্কার, প্রমাণবার্ত্তিকা এবং মধ্যমক সম্বন্ধে এবং দ্গে-লেগ্স-দ্পাল-বা (ওয়াইলি: dge legs dpal ba) নামক ভিক্ষুর নিকট হতে বিনয় সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি ছোস-র্জে-ব্ক্রা-শিস-দ্পাল-ল্দান (ওয়াইলি: chos rje bkra shis dpal ldan) নামক ভিক্ষুর নিকট হতে ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তিনি বৌদ্ধভিক্ষুদের জন্য লিংসে গেশে নামক শিক্ষাক্রম চালু করেন এবং তিব্বতের বিভিন্ন স্থানে মধ্যমক, প্রজ্ঞাপারমিতালাম-রিম সম্বন্ধে শিক্ষাদান করেন। ১৪৯৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের দশম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন এবং রিন-ছেন-'ওদ-জের[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Tenth Ganden Tripa, Yeshe Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২০ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-ন্যি-মা
য়ে-শেস-ব্জাং-পো
দশম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা