ব্লো-ব্জাং-ন্যি-মা
ব্লো-ব্জাং-ন্যি-মা (তিব্বতি: བློ་བཟང་ཉི་མ, ওয়াইলি: blo bzang nyi ma) (১৪৩৯-১৪৯২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের নবম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
প্রথম জীবন
সম্পাদনাস্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস ১৪৩৯ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ত্সোংখা নামক স্থানে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করে মুস-স্রাদ-পা-ব্লো-গ্রোস-রিন-ছেন (ওয়াইলি: mus srad pa blo gros rin chen), ল্তাগ-লেব-ব্যাং-র্গ্যাল (ওয়াইলি: ltag leb byang rgyal), স্লোব-দ্পোন-গ্রাগ্স-পা-'ওদ-পা (ওয়াইলি: slob dpon grags pa 'od pa) প্রভৃতি বৌদ্ধ পন্ডিতদের নিকট হতে শিক্ষালাভ করেন। এরপর তিনি ব্ক্রা-শিস-ল্হুন-পো বৌদ্ধবিহারে দ্গে-'দুন-গ্রুবের নিকট শিক্ষালাভ করেন।[১]
পরবর্তী জীবন
সম্পাদনাস্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস এরপর দ্রেপুং বৌদ্ধবিহারে প্রধামের পদ অধিগ্রহণ করেন। তেতাল্লিশ বছর বয়সে তিনি সাংপু নামক স্থানে অবস্থিত বৌদ্ধবিহারের ধর্মশিক্ষক হিসেবে যোগ দেন। ১৪৯০ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের নবম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান নির্বাচিত হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Ninth Ganden Tripa, Lobzang Nyima"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২০।
পূর্বসূরী স্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস |
ব্লো-ব্জাং-ন্যি-মা নবম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী য়ে-শেস-ব্জাং-পো |