যশোর জেলা সুইমিংপুল

যশোর জেলা সুইমিংপুল ২০০৮ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুলযশোর শহরের জিরো পয়েন্ট মোড়ে পৌরসভা কার্যালয়ের দক্ষিণে শহীদ সড়কে এটির অবস্থান। এটি জেলার একমাত্র সুইমিংপুল।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[২] এবং স্থানীয় যশোর জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[১][৩]

যশোর জেলা সুইমিংপুল
২৩°০৯′৫২″ উত্তর ৮৯°১২′২১″ পূর্ব / ২৩.১৬৪৫৮২° উত্তর ৮৯.২০৫৮৪৫° পূর্ব / 23.164582; 89.205845
ঠিকানাজিরো পয়েন্ট, শহিদ সড়ক, যশোর
খোলা২০০৮
পরিচালনায়যশোর জেলা ক্রীড়া সংস্থা (২০০৮-২০১৬)
যশোর পৌরসভা (২০১৭-বর্তমান)
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
খরচ ৩.২০ কোটি

ইতিহাস সম্পাদনা

২০০৫ সালের ৩১ ডিসেম্বর শহরের জিরো পয়েন্টের কাছে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিংপুলটির নির্মাণ শুরু হয়। ২০০৮ সালের মাঝামাঝি এটির নির্মাণ শেষে সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়।[১][৪] প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় হয়। ২০১২ সাল পর্যন্ত সক্রীয় থাকার পর পুলটি রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ থাকে।[১] ২০১৭ সালে জেলা ক্রীড়া সংস্থার হতে দায়িত্ব গ্রহণের পরে পুলটির সংস্কার করে যশোর পৌরসভা।[৫] ২০১৮ সালের জুলাই মাসের পুলটি পুনরায় চালু করা হয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তিন কোটি টাকার সুইমিংপুল নষ্ট হচ্ছে অবহেলায়"প্রথম আলো। ২০১৬-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭ 
  4. "দীর্ঘ আট বছর পর চালু হচ্ছে যশোরের সুইমিংপুল"দৈনিক জনকন্ঠ। ২০১৮-০৫-২৬। ২০২২-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭ 
  5. রহমান, মিলন (২০২২-০৬-১৪)। "নানা সংকট নিয়ে চলছে যশোর সুইমিংপুল"জাগো নিউজ। ২০২২-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৩