মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর বা ফিসারিজ অ্যান্ড লাইভস্টক ইনফরমেশন ডিপার্টমেন্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা। মূলত মৎস্য ও প্রাণিসম্পদের সর্বোচ্চ উৎপাদন, নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও তথ্য প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি।[১]
গঠিত | ১৯৮৬ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | ২৩-২৪, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকা–১২১৫ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | প্রাণিসম্পদ সংক্রান্ত |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
উপ-পরিচালক | ডাঃ সঞ্জীব সূত্রধর |
প্রধান প্রতিষ্ঠান | মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাকৃষি মন্ত্রণালয়ের অধীনে তৎকালীন কৃষি তথ্য সংস্থা (বর্তমানে কৃষি তথ্য সার্ভিস) ছিলো। পরবর্তীতে ১৯৮৬ সালে এই সংস্থাটি ভাগ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর গঠন করা হয়। [২][৩][১]
গঠন
সম্পাদনাব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৪]
- উপ-পরিচালক: ১ জন
- তথ্য কর্মকর্তা: ২ জন
- প্রকাশনা কর্মকর্তা: ১ জন
- যুগ্ম সম্পাদক: ১ জন
- আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা: ২ জন
অধীনস্হ প্রতিষ্ঠান
সম্পাদনা- আঞ্চলিক অফিস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, ঢাকা
- আঞ্চলিক অফিস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা
- আঞ্চলিক অফিস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, ঢাকা, বরিশাল
- আঞ্চলিক অফিস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, ঢাকা, রাজশাহী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর"। flid.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "ইতিহাস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর" (পিডিএফ)। flid.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বার্ষিক প্রতিবেদন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর" (পিডিএফ)। flid.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর" (পিডিএফ)। flid.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।