ম্যারি ওয়েলশ হেমিংওয়ে

মার্কিন সাংবাদিক

ম্যারি ওয়েলশ হেমিংওয়ে (ইংরেজি: Mary Welsh Hemingway; ৫ এপ্রিল ১৯০৮ - ২৬ নভেম্বর ১৯৮৬)[১] ছিলেন একজন মার্কিন সাংবাদিক ও লেখিকা। তিনি মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের চতুর্থ স্ত্রী। তিনি শিকাগো ডেইলি নিউজডেইলি এক্সপ্রেস পত্রিকায় কাজ করেন। ১৯৭৬ সালে তিনি তার আত্মজীবনী হাউ ইট ওয়াজ প্রকাশ করেন।

ম্যারি ওয়েলশ হেমিংওয়ে
Mary Hemingway
১৯৫৩-৫৪ সালে ম্যারি ও আর্নেস্ট হেমিংওয়ে
জন্ম
ম্যারি ওয়েলশ

(১৯০৮-০৪-০৫)৫ এপ্রিল ১৯০৮
মৃত্যু২৬ নভেম্বর ১৯৮৬(1986-11-26) (বয়স ৭৮)
সেন্ট লুক্‌স হাসপাতাল, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিকেচাম, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাসাংবাদিক, লেখিকা
দাম্পত্য সঙ্গীলরেন্স মিলার কুক
(বি. ১৯৩৮; তালাক ১৯??)
নোয়েল মঙ্কস
(বি. ১৯৪?; তালাক ১৯৪৫)
আর্নেস্ট হেমিংওয়ে
(বি. ১৯৪৬; মৃ. ১৯৬১)

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্যাক, ইউডি। "The Many Wives of Ernest Hemingway"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা