ম্যাগনেসিয়াম সালফাইট

রাসায়নিক যৌগ

ম্যাগনেসিয়াম সালফাইট একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত MgSO3। এটি সোদক কেলাস হিসাবে পাওয়া যায়। সাধারণত ম্যাগনেসিয়াম সালফাইটের সোদক কেলাসে ছয় অণু কেলাস জল থাকে। তাই সোদক ম্যাগনেসিয়াম সালফাইটের রাসায়নিক সংকেত MgSO
3
·6H
2
O
লেখা হয়। একে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গরম করলে এর কেলাস জলের থেকে তিন অণু কেলাস জল বের হয়ে ম্যাগনেসিয়াম সালফাইট ট্রাইহাইড্রেট (MgSO
3
·3H
2
O
) উৎপন্ন হয়।[১] অনার্দ্র ম্যাগনেসিয়াম সালফাইট লবণ বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে।

ম্যাগনেসিয়াম সালফাইট
নামসমূহ
ইউপ্যাক নাম
Magnesium sulfite
অন্যান্য নাম
Magnesium sulphite
শনাক্তকারী
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০২৮.৯৩২
ইসি-নম্বর
  • 231-825-6
ইউএনআইআই
বৈশিষ্ট্য
MgSO
3
(anhydrous); MgSO
3
·6H
2
O
আণবিক ভর 104.368200 g/mol (anhydrous)
212.4599 g/mol (hexahydrate)
5.2g/L at 298.2K (hexahydrate)
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nývlt, J., "Solubilities of Magnesium Sulfite," Journal of Thermal Analysis and Calorimetry, Volume 66, Number 2 / November, 2001