মৌরাট ইউনিয়ন
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ইউনিয়ন
মৌরাট ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
মৌরাট ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৬নং মৌরাট ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে মৌরাট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৪′৩৭.৯২৮″ উত্তর ৮৯°২৫′১৩.৫৪১″ পূর্ব / ২৩.৭৪৩৮৬৮৮৯° উত্তর ৮৯.৪২০৪২৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | রাজবাড়ী জেলা |
উপজেলা | পাংশা উপজেলা |
ইউপি ভবন স্থাপন কাল | ১৬ অক্টোবর ২০০৬ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ হাবিবুর রহমান |
আয়তন | |
• মোট | ৩১.১ বর্গকিমি (১২.০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি) | |
• মোট | ২৩,৭৫০ |
• জনঘনত্ব | ৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ১৯টি
মৌজার সংখ্যা: ১৮টি
মোট জনসংখ্যা: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ২৩,৭৫০ জন।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী সাক্ষরতার হার ৫২%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৬টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
- উচ্চ বিদ্যালয়: ০২টি
- মাদ্রাসা: ০২টি।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: মোঃ হাবিবুর রহমান।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
মোয়াজ্জেম হোসেন খান | ১৯৬৭-১৯৭০ |
নজর আলী সরদার | ১৯৭০-১৯৭১ |
আতিয়ার রহমান | ১৯৭১-১৯৭৩ |
শ্রী ষড়জিৎ চন্দ্র বসু | ১৯৭৩-১৯৮৮ |
আলেয়া বেগম | ১৯৮৮-১৯৯২ |
আকবর আলী বিশ্বাস | ১৯৯২-১৯৯৭ |
শওকত আলী সরদার | ১৯৯৭-২০০২ |
আকবর আলী বিশ্বাস | ২০০২-২০১০ |
আব্দুর রহমান মুন্সী (ভারপ্রাপ্ত) | ২০১০-২০১১ |
আব্দুর রাজ্জাক বিশ্বাস | ২০১১-২০১৬ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মৌরাট ইউনিয়ন"। mouratup.rajbari.gov.bd। ২০২১-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।