মো. শাহজাহান আলী
মো. শাহজাহান আলী হলেন একজন বাংলাদেশী অধ্যাপক ও শিক্ষাবিদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একজন অধ্যাপক। তিনি কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২] এছাড়াও, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।[৩]
উপাচার্য মো. শাহজাহান আলী | |
---|---|
১ম উপাচার্য, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০১৫ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যাপনা, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
জীবিকা | শিক্ষাবিদ, অধ্যাপক, উপাচার্য |
কর্মজীবন
সম্পাদনামো. শাহজাহান আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একজন অধ্যাপক। তিনি এই বিভাগের সভাপতির দায়িত্ব এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।[১] এরপর ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে তাকে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।[৪][৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন শাহজাহান আলী"। এনটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২১।
- ↑ "Rabindra Maitree University, Kushtia"। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২১।
- ↑ "ইবিতে নতুন উপাচার্যের যোগদান"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২১।
- ↑ "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
- ↑ "Rabindra Maitree University :: Kushtia, Bangladesh"। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। ১০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২১।