মোহিত উর রহমান শান্ত
মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[২][৩] ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে জয়লাভ করেছিলেন।[৪] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৫] শান্ত সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর একজন কাউন্সিলর।[৬]
মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত | |
---|---|
ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | রওশন এরশাদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ মোহিত উর রহমান ১৪ জুন ১৯৭৭[১] ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | মতিউর রহমান (পিতা) |
প্রাক্তন শিক্ষার্থী | দিল্লি বিশ্ববিদ্যালয় আনন্দ মোহন কলেজ |
পেশা | রাজনীতিবিদ |
রাজনৈতিক জীবন
সম্পাদনা১৯৯০ সালে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর শহর শাখা ছাত্রলীগের ১৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হন।
২০০২ সালে ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলার পরে, বাবা অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে তাকেও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিভিন্ন সময়ে তিনি শহর ছাত্রলীগ, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। নির্বাচিত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে। পরে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।[৭][৮]
২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Constituency 149_12th_En"। Bangladesh Parliament। ২০২৪-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৯।
- ↑ "Who wins where for 12th parliament"। দ্য ডেইলি অবজার্ভার।
- ↑ "ময়মনসিংহে আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্রদের জয় বেশি, সাতটিতে নতুন মুখ"। প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "Who won and where: Check the map"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৭ জানুয়ারি ২০২৪।
- ↑ ক খ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ "BCB condoles the passing of Md Motiur Rahman"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৮ আগস্ট ২০২৩।
- ↑ "Mymensingh division: Fight likely to get fierce for 19 seats"। ঢাকা ট্রিবিউন।
- ↑ "তৃণমূলের পছন্দ মোহিত উর রহমান শান্ত"।