মোহাম্মদ সোহায়েল

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর একজন প্রাক্তন দুই তারকা অ্যাডমিরাল।[][] তার সর্বশেষ নিয়োগ ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।[] এখানে যোগদানের আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।[] এর আগে তিনি নৌবাহিনী সদর দফতরে সাবমেরিন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[]


মোহাম্মদ সোহায়েল

(টিএএস), এনইউপি, , পিএসসি, বিএন
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ নৌবাহিনী
কার্যকাল১ জানুয়ারি ১৯৯৮ – ১৮ আগস্ট ২০২৪
পদমর্যাদা রিয়ার এডমিরাল
নেতৃত্বসমূহ
পুরস্কার নউ পরোদর্শিতা পদক (NPP)
প্রশংসা পদক
ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড

সোহায়েল নৌ গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং কমোডর থাকাকালীন বিএনএস হাজী মহসীন কমান্ডের দায়িত্ব পালন করেন। তিনি নেভাল ট্রেনিং এবং ডকট্রিন কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সম্পাদনা

সোহায়েল ১৯৮৬ সালে বাংলাদেশ নেভাল একাডেমিতে যোগদান করেন এবং ১ জানুয়ারি ১৯৮৮ তারিখে তিনি নির্বাহী শাখায় কমিশন লাভ করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

সোহায়েল মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শিক্ষক ছিলেন। তারপর কর্নেল জিএস হিসেবে কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরো (আইএবি) ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সে দায়িত্ব পালন করেন। []

সোহায়েল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও নিয়োগ পান। তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। []

সোহায়েল ২২ ফেব্রুয়ারি ২০২২-এ কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। এরপর থেকে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন। [১০] ২ মে ২০২৩-এ, তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হন যেখানে তিনি রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের স্থলাভিষিক্ত হন। [১১] [১২] তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং রিয়ার এডমিরাল গোলাম সাদেকের স্থলাভিষিক্ত হন। [১২]

২০২৪ সালের ১৯ আগস্ট সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। [] দুদিন পর তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। [১৩]

বিতর্ক

সম্পাদনা

২০২৪ সালের ২০ আগস্ট রাতে রাজধানীর বনানী থেকে আটক করা হয়। পরে পল্টন থানায়, বাংলাদেশ জাতীয়তাবাদীর যুবদল এর নেতা নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে। আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২০২৪ সালের ২১ আগস্ট (বুধবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে।[১৪][১৫][১৬][১৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান বাধ্যতামূলক অবসরে"Dhaka Post। ২০ আগস্ট ২০২৪। ২০২৪-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহায়েল বাধ্যতামূলক অবসরে"Sarabangla। ২০ আগস্ট ২০২৪। 
  3. "Rear Admiral Sohail made chairman of Ctg port authority"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১২ 
  4. sun, daily (ফেব্রুয়ারি ২০২২)। "Rear Admiral M Sohail chairman of PPA"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০২ 
  5. "Rear admiral M Sohail appointed as Payra Port Authority chairman"BSS। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০২ 
  6. "চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহায়েল বাধ্যতামূলক অবসরে"Ekattor TV। ২০ আগস্ট ২০২৪। 
  7. "Rear Admiral M Sohail new chairman of Payra Port Authority"Daily Sun (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২০২২। 
  8. "Ctg port Chairman Md Sohail sent on forced retirement"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  9. "RAB gets new media director"Dhaka Tribune। ২০১৪-০৭-২২। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০২ 
  10. "Commodore Sohail new Chairman of Payra Port Authority"bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০২ 
  11. "Rear Admiral Sohail takes charge as CPA chairman"Daily Sun (ইংরেজি ভাষায়)। ২ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০ 
  12. "Rear Admiral Sohail appointed new Chattogram Port Authority chairman"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০ 
  13. "Ex-Ctg port authority chairman Rear Admiral Sohail detained from Banani"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০ 
  14. "হত্যা মামলায় আহমদ সোহেল ও এম সোহায়েল চারদিনের রিমান্ডে"সময়ের আলো। ২১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪ 
  15. "বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক"বার্তা ২৪। ২১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪ 
  16. "সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও রিয়ার অ্যাডমিরাল সোহায়েল গ্রেফতার"বাংলা ট্রিবিউন। ২১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪ 
  17. "সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন ও রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল গ্রেপ্তার"চ্যানেল আই টিভি। ২১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪