মোহাম্মদ মিজারুল কায়েস

বাংলাদেশী কূটনীতিবিদ

মোহাম্মদ মিজারুল কায়েস (২ এপ্রিল ১৯৬০ - ১০ মার্চ ২০১৭) একজন বাংলাদেশী কূটনীতিক ছিলেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে তিনি ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।[] এর আগে ২০১২-২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। [][][]

মো. মিজারুল কায়েস
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২০১৪ – মার্চ ২০১৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৬০-০৪-০২)২ এপ্রিল ১৯৬০
মৃত্যু১১ মার্চ ২০১৭(2017-03-11) (বয়স ৫৬)
ব্রাসিলিয়া, ব্রাজিল
জাতীয়তাবাংলাদেশি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

মিজারুল কায়েস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মিজারুল কায়েস ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্ণমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন

সম্পাদনা

মিজারুল কায়েস ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mijarul Quayes next ambassador to Russia"The Independent। Dhaka। ২৬ মে ২০০৮। ২০০৮-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৩ 
  2. "Mijarul Quayes fired as UK envoy"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ জুলাই ২০১৪। 
  3. "The one and only Mijarul Quayes!"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জুলাই ২০১৪। 
  4. "ACC initiates probe against 11 BD foreign missions"The New Nation। ২৪ মে ২০১৬। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭